রায়গঞ্জ বিশ্ববিদ্যালযের ভুগোল বিভাগের ছাত্র-ছাত্রী ও অধ্যাপকগন ৮দিনের স্থিতিশীল শহর ও কমিউনিটি উন্নয়নের কাজে হিমাচল প্রদেশে গেল
1 min read
তপন চক্রবর্তী–কালিয়াগঞ্জ--উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের ২০জন ছাত্র ছাত্রী সহ বেশ কয়েকজন অধ্যাপক মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ব বিদ্যালযের পক্ষ থেকে হিমাচল প্রদেশের কাননোর জেলার উদ্দেশ্যে রওনা দিল মঙ্গলবার সকালে রায়গঞ্জ থেকে। রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃ তাপস পালের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা ৮দিনের এই প্রশিক্ষণে মূলত প্রশিক্ষণ নেবে স্থিতিশীল শহর অর্থাৎ একটি শহরকে কি ভাবে সবুজায়ন করা যায় এবং তার সাথেসাথে কমিউনিটি ডেভলপমেন্ট সম্পর্কেও নানান তথ্য সংগ্রহ করবার উদ্দেশ্য নিয়ে।অধ্যাপক ডঃ তাপস পাল বলেন এই স্টাডিটুরের মধ্য দিয়ে আমরা আমাদের ছাত্র ছাত্রীদের পপুলার ট্যুরিজম,হিমাচল প্রদেশের কুন্নর জেলার ধ্রুপদী কালচার সম্পর্কে কিছুটা অবহিত করার ব্যবস্থা করা হয়েছে।এ ছাড়াও বেশ কিছু বৃক্ষ রোপনের ব্যবস্থা করা হয়েছে যা আমাদের ছাত্র ছাত্রীরাই বৃক্ষ রোপন করবে।অধ্যাপক ডঃ তাপস পাল জানান তাদের সাথে রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের অধ্যাপক ডঃসঞ্জীব কুমার,ফিলোসফি বিভাগের অধ্যাপক বিশ্বজিৎ দেব যাচ্ছেন।
রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের দলের ক্যাপ্টেন পিন্টু মন্ডল বলেন হিমাচল প্রদেশে গিয়ে তারা এই কদিনের ফিল্ড ট্যুর থেকে কিছু শিক্ষা নিতে চায় যা তাদের ভবিষ্যতে কাজে লাগাতে পারবে।রায়গঞ্জ বিশ্ব বিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অনিল ভূঁই মালি জানান তার বিশ্ব বিদ্যালয়ের ছাত্র ছাত্রীর সব দিক দিয়েই পারদর্শিতা লাভ করুক আমি সবসময় এটাই কামনা করি।রায়গঞ্জ বিশ্ববিদ্যাVলয়ের অধ্যাপক ডঃ তাপস পাল বলেন এই কদিনের হিমাচল প্রদেশের কান্নরের মাঠ প্রশিক্ষণ থেকে তাদের অনেকটাই অভিজ্ঞতা হবে বলে তিনি আশাবাদী।