January 10, 2025

কালিয়াগঞ্জের রামকৃষ্ণ স্পর্টিং ক্লাবের পূজায় নতুনত্বের ছোয়া

1 min read
অনুপ জয়সোয়াল :-  উত্তর দিনাজপুর জেলার যেসব পূরানো ওইতিয্য ব্যাহী কালী পূজা রয়েছে তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জের রামকৃষ্ণ স্পর্টিং ক্লাব।এবারের তাদের থিম তাদের বাঙালীর বিয়ের বড়ের টোপর ও কনের মূকুট। যা জেলা বাসির কাছে নজর কেড়েছে। শ্যামাকে দেখা যাবে চিরাচরিত পূরানো রুপে সাবেকি রুপে।

 মঙ্গলবার সন্ধ্যায় পূজার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্জলিত করে সুভ উদ্ধোধন করেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরপতি কার্তিক চন্দ্র পাল ও উত্তরবঙ্গ ক্রিড়া সংস্থার অন্যতম সদস্য অসিম ঘোষ,এছাড়াও উপস্থিত ছিলে পঞ্চায়ের সমিতি সহকারি সভাপতি তপন দেব সিংহ এছাড়াও ক্লাবের সদস্যরা।
 পূজার দিন থেকেই পূজা মন্ডপের লোকের ভিড় উপচে পড়ে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *