চন্ডী পাঠের ভূমিকায় সাংবাদিক আশীষ
1 min read
তপন চক্রবর্তী–কথায় আছে জুতা সেলাই থেকে চন্ডী পাঠ।আর এই কাজটা মানুষ প্রয়োজনে করে থাকে তার জলজ্যান্ত প্রমান সাংবাদিক আশীষ ভট্টাচার্য্য।আশীষ ভট্টাচার্য্য উত্তরবঙ্গের ধুপগুড়ি এলাকার বাসিন্দা তথা সাংবাদিকতা দীর্ঘদিন ধরেই করে আসছেন।
কালীপূজা ও দুর্গাপূজায় চন্ডী পাঠ করবার জন্য তিনি অনেক জায়গা থেকেই ডাক পেয়ে থাকেন আশীষ বাবুর সুন্দর কন্ঠের চন্ডী পাঠ শুনবার জন্য।মঙ্গলবার রাতে ধুপগুড়ির একটি শ্যামা মায়ের মন্দিরে সাংবাদিক আশীষ ভট্টাচার্য্য চন্ডী পাঠ করলে ধুপগুড়ির বিধায়ক মাননীয়া মিতালী রায় দীর্ঘক্ষণ ধরে তার চন্ডী পাঠ শুনে উচ্ছসিত প্রশংসা করেন সাংবাদিক আশীষ বাবুর।