January 10, 2025

নীল পরীর দেশে যাবেন ভাবছেন ? চলুন তাহলে কালিয়াগঞ্জ এর কসকো ক্লাবে

1 min read

তন্ময় চক্রবর্তী ও তুফান
মহন্ত ঃ-
 নীল পরীর দেশের কথা আমরা অনেকেই
গল্পকথায় পড়েছি কিন্তু বাস্তবে সেটা দেখিনি
কখনো । কিন্তু আজ সেই বাস্তবকে রূপ দিয়ে এক
অনবদ্য সৃষ্টি সুখের উল্লাসে পরিণত করলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ
ঐতিহ্যবাহী কসকো  ক্লাব । এবার তাদের
শ্যামা পূজা এই থিম উপহার দিয়েছে সাধারন মানুষদের সামনে।

 আর যা দেখতে বহু দূর-দূরান্ত থেকে প্রচুর ভিড়  জমেছে তাদের পূজো মন্ডপে মানুষের । সামাজিক
দ্বন্দ্ব ও সাম্প্রদায়িকতার উর্ধে উঠে সকলে যাতে  এক হয়ে মিলেমিশে থাকতে পারে,  তার জন্যই এবার পুজোয় এই থিম করা হয়েছে বলে
পুজো উদ্যোক্তা বাবূ দত্ত  জানান ।তিনি  বলেন তাদের মণ্ডপ করা হয়েছে একদম সাদা তুলোর দিয়ে
 কারণ একটাই সাদা শান্তির প্রতীক ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

তিনি বলেন
 জানালেন প্লাই ,ফাইবা্‌ কাট ,টিন ও ফম  দিয়ে তাদের এই মণ্ডপ তৈরি করা হয়েছে। পাশাপাশি
প্রতিমা তেও তারা নীল পরীর ছোঁয়া দর্শকদের উপহার দিয়েছে এবার ।

 নীল পরীর দেশে
নীল পরীর মত প্রতিমা দর্শকদের অনেকটাই আকর্ষণ করছে এবার।
 তিনি  আর
ও জানালেন তাদের এবার
39 তম বর্ষে
প্যান্ডেল এর  পাশাপাশি আলোকসজ্জা তেও
নানান ধরনের দৃশ্য তুলে ধরা হয়েছে যা কচিকাঁচা থেকে বড়দের সকলের মন কে জয় করে
নিয়েছে ইতিমধ্যে।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


 পাশাপাশি মণ্ডপ এর সামনে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন
করেছে তারা আর সেই সাংস্কৃতিক অনুষ্ঠানে এলাকার কচিকাঁচা থেকে শুরু করে বহিরাগত
শিল্পীরাও অনুষ্ঠান করছেন যা দেখতে ও মানুষের উৎসাহ কম নেই।



(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *