January 10, 2025

কালিয়াগঞ্জ এর ছোট বাজেটের পুজোয় নয় চমক দিল কিশোর সংঘ

1 min read

তন্ময় চক্রবর্তী ও তুফান
মহন্ত ঃ-
বিগ বাজেটের পাশাপাশি এমন কিছু কম বাজেটের পুজো এবারের কালী পূজায় সবার
নজর কেড়েছে তার মধ্যে অন্যতম কালিয়াগঞ্জ এর রায় কলোনির  কিশোর সংঘের পুজা । 


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


বিগ বাজেট  ছারাও যে  ইচ্ছা ও মানসিকতা  থাকলে যে কম বাজেটেও পূজা করা যায় এবং তা
দর্শনার্থীদের আকর্ষণ করা যায় তা এই পুজো মন্ডবে আসলেই পরিষ্কার হয়ে যাবে।  কারণ একটাই এখানে যেমন পরিবেশের সৌন্দর্য
ফুটিয়ে তোলা হয়েছে তেমনই মায়ের সাবেকি রূপক তুলে ধরা হয়েছে সুন্দর  ভাবে ।  তাই পুজো দেখতে  একবারের জন্য হলেও আপনাকে যেতে হবে কালিয়াগঞ্জ
এর রায় কলোনির ছোট্ট বাজেটের পুজো কিশোর সংঘতে ।

 এবার তাদের ৫০  বছর পূর্ণ হল। এবারের পুজো কে ঘিরে কিশোর সংঘের
উদ্যোক্তাদের একটু বাড়তি উৎসাহ চোখে পড়ল।  এবার পুজোর পাশাপাশি তারা একটি সাংস্কৃতিক
অনুষ্ঠানের আয়োজন করে বহিরাগত শিল্পীদের সমন্বয়ে ।  


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *