বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল কালিয়াগঞ্জ শহরের কালচারাল ইউনিটের শ্যামা পূজো উপলক্ষে দীপান্বিতা উৎসব
1 min read
সুচন্দন কর্মকার :- শনিবার রাতে বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সমাপ্ত হল কালিয়াগঞ্জ শহরের কালচারাল ইউনিটের শ্যামা পূজো উপলক্ষে দীপান্বিতা উৎসব। দুই দিনের এই উৎসবের সমাপ্তিতে ছিল একগুচ্ছ কর্মসূচি। শহরের পূর্ব আখানগর গুপ্তপাড়া মোড় সংলগ্ন কালচারাল ইউনিট ক্লাবের নিজস্ব প্রাঙ্গনে সন্ধ্যা সাড়ে সাতটায় অনুষ্ঠানের সূচনা হয় প্রদীপ জ্বালিয়ে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সদস্য তথা ব্লক তৃণমূল সভাপতি দধিমোহন দেবশর্মা। অতিথি হিসেবে ছিলেন কালিয়াগঞ্জের বিএমওএইচ দেবাশীষ বালা, ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সুনীল সাহা। কালিয়াগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সঞ্জীব ঝা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ছিলেন ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য বাবলু ভট্টাচার্য। এই অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এলাকার বিশিষ্ট নাগরিক তথা ক্রীড়াবিদ গোপাল দেবগুপ্ত।এই সূচনা মঞ্চে আর্থিক সাহায্য দেওয়া হয় দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন কালিয়াগঞ্জ শহরের বাসিন্দা এক দম্পতির জন্য। নবমীর রাতে ঠাকুর দেখে ফেরার পথে বালুরঘাটের বাউল এলাকায় মর্মান্তিক দুর্ঘটনায় আহত এই দম্পতির চিকিৎসার জন্য কালচারাল ইউনিট ক্লাবের তরফে ৫০০০ টাকা আর্থিক সাহায্য দেওয়া হয় পরিবারের হাতে। অন্যদিকে এলাকার আর্থিকভাবে দুর্বল প্রবীণ নাগরিকদের হাতে তুলে দেওয়া হয় কম্বল। আসন্ন শীতের মৌসুমে ঠান্ডার হাত থেকে বাঁচতে প্রবীণ মানুষদের জন্য এই কম্বল প্রদান ছাড়াও ছিল ছট পুজোর সাথে যুক্ত পরিবারগুলিকে গম প্রদান। উপস্থিত অতিথিদের হাতে এই সামাজিক দায়বদ্ধতা পালনের কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠানে মাঝ পর্বে ছিল পুরস্কার বিতরণী। দুদিনের প্রতিযোগিতামূলক দীপান্বিতা উৎসবে বসে আঁকো, নৃত্য সমেত বিভিন্ন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান প্রাপকদের হাতে স্মারক উপহার তুলে দেন দধিমোহন দেবশর্মা সহ উপস্থিত অতিথিরা। রাত ৯ টায় শুরু হয় বহিরাগত শিল্পী সমন্বয়ে বিচিত্রানুষ্ঠান। এই অনুষ্ঠানে মাঝে এলাকা শিল্পীরা নৃত্যানুষ্ঠান পরিবেশন করে। কালচারাল ইউনিটের তৃতীয় বর্ষ দীপান্বিতা উৎসবের সমাপ্তি অনুষ্ঠানে প্রধান অতিথি দধিমোহন দেবশর্মা সমেত অন্যান্যরা প্রশংসায় পঞ্চমুখ হন এই ক্লাবের সামাজিক দায়বদ্ধতা পালনের এমন উদ্যোগ দেখে। উৎসবের খরচ বাঁচিয়ে যেভাবে আর্থিকভাবে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়ানোর কাজ প্রতিবছর করে চলছে কালিয়াগঞ্জের এই ছোট্ট ক্লাব, তা অন্যদের দিশা দেখাবে বলেন অথিতিরা। সুন্দর ও শান্তিপূর্ণভাবে রাতে শেষ হয় কালচার ইউনিটের দীপান্বিতা উৎসব।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});