January 10, 2025

সমবায় সপ্তাহে খন পালা হালুয়া হালুয়ানী মাতিয়ে দিল

1 min read
-তপন চক্রবর্তী–উত্তর দিনাজপুর–উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পাইওনিয়ার কো-অপারেটিভ এগ্রো প্রসেসিং এন্ড সোসাল ওয়েলফেয়ার সোসাইটি ভবনে বৃহস্পতিবার ৬৫তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উদযাপন উপলক্ষে দিলালপুরের দ্বীপজ্যোতি ওয়েলফেয়ার খনের দল হালুয়া হালুয়ানী পালা করে উপস্থিত দর্শকদের মাতিয়ে দিল।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

মঞ্চের উপর জোড়া বলদ দিয়ে হাল চাষ করার সাথে সাথে সঙ্গীত পরিবেশন করায় দর্শকরা শিল্পীদের অভিনন্দন জানায়।৬৫তম নিখিল ভারত সমবায় সপ্তাহ উপলক্ষে গত বুধবার স্বর্ণ জয়ন্তী ও শ্বয়ম্ভর গোষ্ঠী নিয়ে আলোচনা চক্র অনুষ্ঠিত হয়।ব্যক্তব্য রাখেন উত্তর দিনাজপুর জেলার সমবায় সমিতি সমূহের সহ নিয়ামক দেবাশীষ রায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সনবায় ইউনিয়নের অন্যতম সদস্য অশোক ঘোষ, সমবায় উদযাপন কমিটির সভাপতি মনোজ রায়,সমবায় পরিদর্শক নিরুপম গাঙ্গুলী, সুজিৎ তালুকদার,দ্বিগেন্দ্র নাথ সরকার, প্রণব ঘোষ,উৎসব জমিটির যুগ্ম সম্পাদক রাধিকা রঞ্জন দেবভুতু সহ বিশিষ্ট ব্যক্তিগণ।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

সমবায় উদযাপন কমিটি সমবায় কর্মীদের পরিবারের ছেলেমেয়েরা যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করেছে তাদের ও অঙ্কন প্রতিযোগীতায় জয়ীদের পুরস্কৃত করে বলে জানা যায়।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

বৃহস্পতিবার সমবায় আন্দোলনকে শক্তিশালী ও জোরদার করতে একটি মিছিল কালিয়াগঞ্জ শহর পরিক্রমা করে।দুইদিনের এই অনুষ্ঠানকে কেন্দ্র করে ব্যাপক মানুষের অংশগ্রহণ চোখে পড়ার মত।


(adsbygoogle = window.adsbygoogle || []).push({});

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *