দুয়ারে সরকার ক্যাম্পে মাস্ক ও জলের বোতল প্রদান সাহাপুরে
1 min readদুয়ারে সরকার ক্যাম্পে মাস্ক ও জলের বোতল প্রদান সাহাপুরে
দিব্যেন্দু গোস্বামী বীরভূম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সারা পশ্চিমবঙ্গে চলছে দুয়ারে সরকার কর্মসূচি। তিনি যে বিধানসভা নির্বাচনের আগে কথা দিয়েছিলেন সেগুলো এই দুয়ারে সরকার কর্মসূচির মধ্য দিয়ে বাস্তবায়িত হচ্ছে। তাই সারা রাজ্যের পাশাপাশি বীরভূম জেলার দুবরাজপুর ব্লকের অন্তর্গত সাহাপুর গ্রামের সাহাপুর সিতানাথ উচ্চ বিদ্যালয়ে দুয়ারে সরকার ক্যাম্প বসে। এদিন এই অঞ্চলের ৮ টি গ্রামের মানুষ পশ্চিমবঙ্গ সরকারের সুযোগ সুবিধাগুলো নিতে সকাল থেকে এসে এখানে ভীড় করেন।
এদিন এলাকার দুই বিশিষ্ট সমাজসেবী খেলাফ্ত হোসেন খান এবং আত্মসম্মান মহিলা সমবায় সমিতির কো-অর্ডিনেটর মর্জিনা বিবি লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনের হাতে জলের বোতল এবং মাস্ক তুলে দেন। পাশাপাশি যাঁরা দুয়ারে সরকার ক্যাম্পে এসে ফর্ম পূরণ করতে পারছেন না, তাঁদেরকে তাঁরা নিজেদের উদ্যোগে এবং স্থানীয় তৃণমূল কংগ্রেসের সদস্যরা সহায়তা করছেন। তাছাড়াও দীর্ঘ লম্বা লাইনে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য তাঁরা লাইনে ঘুরে মানুষজনের সাথে কথা বলছেন।
বিশিষ্ট সমাজসেবী খেলাফ্ত হোসেন খান জানান, সরকারের এই প্রকল্পগুলো থেকে কেউ যাতে বাদ না পড়ে তার জন্য আমরা সেদিকটা লক্ষ্য রাখছি। মমতা বন্দ্যোপাধ্যায় মহিলাদের জন্য যে লক্ষ্মী ভান্ডার প্রকল্প চালু করেছেন সেই প্রকল্পের ফর্ম নিতে মানুষ সকাল থেকেই এসে ভীড় করেছেন এবং মানুষের সাড়া ভালোই পাচ্ছি। অন্যদিকে আত্মসম্মান মহিলা সমবায় সমিতির কো-অর্ডিনেটর মর্জিনা বিবি জানান, এই মহিলা সমবায় সমিতি থেকে কিছু মহিলা আমরা এখানে এসেছি। যাঁরা সকাল থেকে এসে লাইন করে দাঁড়িয়েছেন যাতে তাঁদের কোনো অসুবিধা না হয় তার জন্য আমরা সহায়তা করছি। পাশাপাশি আমরা তাঁদের হাতে জলের বোতল এবং মাস্ক তুলে দিচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন দুয়ারে দুয়ারে সরকারের সুযোগ সুবিধাগুলো পাবেন। সেটা তিনি সত্যি করে দেখালেন।