January 9, 2025

শহীদ সম্মান যাত্রায় ইসলামপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

1 min read

শহীদ সম্মান যাত্রায় ইসলামপুরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক

ইসলামপুর:সারা বাংলা জুড়ে বেছে বেছে বিজেপির কর্মকর্তাদের হত্যা করা হয়েছে আর তাই বাংলার গণতন্ত্র প্রতিষ্ঠিত করার লক্ষেই এই যাত্রা।আগামী দিনে পশ্চিমবঙ্গকে স্বমহিমায় ফেরাতে চাই।যেভাবে ভেঙে দেবার চেষ্টা হয়েছে।তাতেও নিজেদের মেরুদন্ড সোজা রেখে লড়াই করে যাচ্ছেন সবাই।বাংলার শহীদদের পাশে দাঁড়াতে চাই আমরা।তাদের স্মরণ করেই আমরা এগিয়ে চলবো।যতদিন বাংলায় গণতন্ত্র প্রতিষ্ঠিত না করতে পারি ততদিন।শহীদ সম্মান যাত্রায় ইসলামপুরে এসে বাস টার্মিনাস চত্বরে সাংগাঠনিক সভায়

এমনই বললেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র এবং ক্রীড়া ও যুব প্রতিমন্ত্রী নিশীথ প্রামানিক। বৃহস্পতিবার নির্ধারিত সময়ের থেকে অনেক দেরীতে শুরু হয় সভা।জেলা সদর রায়গঞ্জের পর করণদীঘি ও কানকিতে একই বিষয়ের উপর কর্মসূচি সেরে তিনি ইসলামপুরে আসেন।সেখানে উপস্থিত ছিলেন রায়গঞ্জের সাংসদ দেবশ্রী চৌধুরী,রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী, কালিয়াগঞ্জের বিধায়ক,বিজেপির উত্তর দিনাজপুর জেলা সম্পাদক প্রবীর দাস, জেলা সহ সভাপতি সুরজিৎ সেন,ইসলামপুর টাউন মন্ডলের সভাপতি সন্দীপ ভট্টাচার্য প্রমুখ।ইসলামপুরের থেকে তিনি দারিভিটে যান দুই শহীদের পরিবারকে শ্রদ্ধা জানাতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *