কালিয়াগঞ্জ শহরে ঈদ-এ -মিলাদুন-নবীর শোভাযাত্রা
1 min read
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
তপন চক্রবর্তী--উত্তর দিনাজপুর-বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে মুসলিম ধর্মালম্বী কয়েক হাজার মানুষের একটি সুসজ্জিত শোভাযাত্রা শহর পরিক্রমা করে বিশ্বনবী হজরত মহম্মদের পবিত্র আগমন দিবস উপলক্ষে।
এই দিনের অপর নাম ঈদ মিলাদুন্নবী ও অনেকে বলে থাকেন। মুসলিম ধর্মের প্রবর্তক হজরত মহম্মদ ৫৭০খ্রিস্টাব্দে আরবের মক্কা শহরে জন্ম গ্রহন করেন। আল্লা এক এবং অদ্বিতীয়।তিনি ছাড়া আর কেউ উপাস্য নয়।
তিনিই ইসলাম ধর্মের প্রবর্তক।হজরত মহম্মদের পবিত্র আগমন দিবস উপলক্ষে মুসলিম ধর্মালম্বীরা আজ এই দিনটিকে যথাযোগ্য মর্যাদা সহকারে এই দিনটি পালন করে থাকে অত্যন্ত উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে।কালিয়াগঞ্জের এই সুবিশাল বর্ণময় শোভা যাত্রা দেখতে শহরের রায়গঞ্জ-বালুরঘাট রোডের দুই ধারে প্রচুর মানুষের সমাগম হয়।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});