January 10, 2025

নানা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সংস্কৃতি দিবস’ পালিত হল টুঙ্গিদিঘিতে

1 min read

নানা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সংস্কৃতি দিবস’ পালিত হল টুঙ্গিদিঘিতে

প্রদীপ সিনহা  নানা বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে ‘সংস্কৃতি দিবস’ পালিত হল টুঙ্গিদিঘিতে। পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যান ও ক্রীড়া দপ্তরের-এর উদ্যোগে আয়োজিত এই রাখিবন্ধন উৎসব টুঙ্গিদিঘি বাসস্টপে ট্রাফিক কন্ট্রোল রুমের সামনে ঘটা করে পালিত হল। রবিবার এই উৎসব প্রাঙ্গণে উপস্থিত ছিলেন বিধায়ক গৌতম পাল, বিডিও নীতিশ তামাং, আইসি করণদিঘি সৌম্যজিৎ রায় ও অন্যান্যরা। এ বছর করোনার জন্য সরকারের নির্দেশ মেনে মাস্ক বিলির মাধ্যমে উৎসবে অংশ নেয় সবাই।

বিধায়ক গৌতম পাল বলেন, ‘‘সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশপাশি মানব বন্ধনের দিকেও গুরুত্ব দেওয়া হয়েছে। রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আমাদের সংস্কৃতি ঐতিহ্য— সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে এই উৎসবে সবাই সামিল হয়েছেন।”

বিডিও নীতিশ তামাং বলেন, সরকারের নির্দেশ অনুসারে আমরা মাস্ক বিলি, মানব বন্ধন ও রাখিবন্ধনের উৎসব পূর্ণ মর্যাদায় পালন করলাম।” আইসি সৌম্যজিৎ রায় এদিন সকলকে রাখিবন্ধনের শুভেচ্ছা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *