January 10, 2025

কালিয়াগঞ্জে সরকারী বাসে শর্ট সার্কিট থেকে আগুন,যাত্রীদের কোন ক্ষতি হয়নি,দমকলের চেষ্টায় আগুন আয়ত্বে-

1 min read

কালিয়াগঞ্জে সরকারী বাসে শর্ট সার্কিট থেকে আগুন,যাত্রীদের কোন ক্ষতি হয়নি,দমকলের চেষ্টায় আগুন আয়ত্বে-

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৪,আগস্ট: শনিবার বেলা ১২ টা নাগাদ উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ডিপো থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের একটি বাস বালুরঘাট অভিমুখে যাবার পথে কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে গাড়ীর ভেতরে শর্ট সার্কিট থেকে আগুন লেগে গেলে যায়।গাড়ির মধ্যে যাত্রীদের হুরহুরী পরে যায় কে আগে গাড়ি থেকে নামবে।কালিয়াগঞ্জ দমকল বাহিনীকে খবর দিলে ঘটনাস্থলে দমকল বাহিনী চলে

এসে আগুন নিভানোর ব্যাবস্থা করে।ঘটনাস্থলে পুলিশ এসে গাড়ির চারধারে ব্যারিকেড করে ঘিরে রাখে। কালিয়াগঞ্জ শহরের বিবেকানন্দ মোড়ে ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। শর্ট সার্কিট থেকে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের গাড়িতে আগুন লাগায় গাড়ির বেশ কিছু সিট পুড়ে যায়।

সাধারণ যাত্রীদের কোন ক্ষতি হয়নি বলে জানা যায়।প্রত্ক্ষদর্শীএকজন যাত্রী বলেন প্রথমে গাড়ির মধ্যে ধূয়া দেখার পরেই দেখি দাউ দাউ করে আগুন জ্বলছে।যাত্রীদের মধ্যে কান্নাকাটি শুর হয়ে যায়।গাড়ির চালক

গাড়িটাকে কোন ভাবে থামতেই আমরা প্রানের ভয়ে নেমে পরি।পরে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহনের স্টেট বাসটিকে কালিয়াগঞ্জ থানায় এনে রাখা হয় বলে জানা যায়।

6 thoughts on “কালিয়াগঞ্জে সরকারী বাসে শর্ট সার্কিট থেকে আগুন,যাত্রীদের কোন ক্ষতি হয়নি,দমকলের চেষ্টায় আগুন আয়ত্বে-

  1. where to buy cialis Like the other Sliquid lubes I previously tried I found it maintained its consistency but required reapplying once, not something I blame the lube for but instead an incompatibility with the lubricant on the condoms we were using Kimono to be exact I ve had the same issues with them and other lubes in the past

  2. It is important for you to keep a written list of all of the prescription and nonprescription over-the-counter medicines you are taking, as well as any products such as vitamins, minerals, or other dietary supplements. clomiphene citrate over the counter Subsequent research has led to modifications of the luteal-phase support, resulting in reproductive outcome comparable to that seen after hCG trigger in normal and high responders HH.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *