মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় বর্ধমানে শুরু হলো রাজ্য হস্তশিল্প মেলা
1 min read
সৌমেন গড়াই,কাটোয়া,পূর্ব বর্ধমান।:– মুখ্য মন্ত্রীর অনুপ্রেরণায় বর্ধমান এ উৎসব ময়দানে শুরু হলো রাজ্য হস্তশিল্প মেলা ২০১৮। এই মেলা চলবে ৯ ই ডিসেম্বর পর্যন্ত ।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
এই রাজ্য হস্তশিল্প মেলা উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন রাজ্যের আইন মন্ত্রী মলয় ঘটক ও রাজ্য ক্ষুদ্র কুটির শিল্প মন্ত্রী স্বপন দেবনাথ ও বিধায়ক রবিরঞ্জন চট্টোপাধ্যায় আরো উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমানের জেলাশাসক অনুরাগ শ্রীবাস্তব সাংসদ সুনীল মণ্ডল, ছিলেন জেলা সভাধিপতি শম্পা ধারা ও সহ-সভাপতি দেবু টুডু এছাড়াও রয়েছেন বিভিন্ন জনপ্রতিনিধিরা ।এই হস্তশিল্পের প্রচার ও প্রসারে উদ্যোগ নিয়েছেন রাজ্য সরকার। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে হস্ত শিল্পীরা এসেছেন তাদের হাতে তৈরি নানা সামগ্রী বিপণন ও প্রদর্শনী জিনিস নিয়ে এই বর্ধমানের উৎস ময়দানে ।এই উৎসব ময়দানে মিলিত হয়েছে জেলায় জেলায় ছড়িয়ে থাকা বিভিন্ন হস্তশিল্পী এখানে শুধু বর্ধমান নয় বর্ধমান ছাড়াও বিভিন্ন জায়গা থেকে ক্রেতারা এসেছেন এই মেলায় ।এই জমজমাট উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু হলো রাজ্য হস্তশিল্প মেলা।
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});