অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃত দেহ উদ্ধার।
1 min readঅজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃত দেহ উদ্ধার।
লোকনাথ সরকার, কুশমন্ডি ১০ -ই আগষ্ট কুশমন্ডি থানার অন্তর্গত ২-নং কুরঞ্জি গ্রাম পঞ্চায়েতের অধীন, আরাজি পানিশালা গ্রামে, পল্ট্রি ফার্মের পাশ থেকে এক অজ্ঞাত পরিচয়ের বৃদ্ধার (আনুমানিক ৭০) মৃত দেহ উদ্ধার হয়। এদিন সকালে গ্রামবাসীরা হঠাৎ দেখতে পান মাটিতে পরে থাকা বৃদ্ধার মৃত দেহ। ঘটানার প্রকাশ হতেই ছড়িয়ে পড়ে আশেপাশের গ্রাম গুলিতে। গ্রামবাসীরা তৎক্ষণাৎ খবর দেয় কুশমন্ডি থানায়।
খবর পেয়ে ছুটে আসেন কুশমন্ডি থানার পুলিশ। মৃতদেহটি উদ্ধার করে থানায় আনেন, এবং ময়না তদন্তের জন্য দেহটি বালুরঘাট মর্গে পাঠান। মৃত বৃদ্ধার পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার বিষয়টি খতিয়ে দেখবেন বলে আশ্বাস দেন কুশমন্ডি থানার পুলিশ।