কোভিড বিধি মেনে দ্রুত প্রাথমিক বিদ্যালয় খোলার দাবি জানালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতর পক্ষ থেকে
1 min readকোভিড বিধি মেনে দ্রুত প্রাথমিক বিদ্যালয় খোলার দাবি জানালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতর পক্ষ থেকে
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৪ আগস্ট:বুধবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অবর প্রাথমিক বিদ্যালয় পরিদর্শক(২)কে অবিলম্বে কোভিড বিধি মেনে প্রাথমিক বিদ্যালয় গুলি চালু করবার দাবি জানালো নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে।
নিখিলবঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবর বিদ্যালয় পরিদর্শককে বলা হয় বিগত দুই বছর ধরে প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা বিদ্যালয় মুখী না হবার ফলে কচি কাঁচা ছাত্র ছাত্রীদের বিদ্যালয় সম্পর্কে ধারনা মুছে যেতে বসেছে।তাদেরকে অবিলম্বে বিদ্যালয়মুখী না করতে পারলে কচি কাঁচাদের শিক্ষা ক্ষেত্রে বড় ধরনের বিপত্তি ঘটবে বলেই তাদের মনে হয়। এ ক্ষেত্রে বিভিন্ন ক্লাসকে সপ্তাহের বিভিন্ন দিন নির্দিষ্ট করা যেতে পারে।
দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলো বন্ধ থাকার ফলে অবিলম্বে বিদ্যালয় গুলিকে ভালো করে স্যানেটাইজ করতে হবে গ্রাম পঞ্চায়েত ও পৌর সভার মাধ্যমে।বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দের যখন প্রোটিন যুক্ত খাবার দাবার প্রয়োজন তখন আমরা লক্ষ করছি প্রোটিন যুক্ত খাবার কোভিদের সময় তাদের দেওয়া হয়নি এবং হচ্ছেনা।অবিলম্বে প্রোটিন যুক্ত খাবার প্রাথমিক বিদ্যালয়ের কচি কাঁচাদের দেবার ব্যবস্থা করতে হবে।কালিয়াগঞ্জ অবর বিদ্যালয় পরিদর্শক (২) ছয় দফা দাবি পত্র পেয়ে ডেপুটেশনকারীদের বলেন তাদের দাবির প্ৰতি সন্মান রেখেই তা উর্ধতন কর্তৃপক্ষের কাছে তা পাঠিয়ে দেবেন।ডেপুটেশনের নেতৃত্ব দেন নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতির ২নম্বর সার্কেলের সম্পাদক অয়ন দত্ত।উপস্থিত ছিলেন সৌরভ কুন্ডু,প্রদীপ্ত সরকার,কৌশিক ঘোষ এবং সন্তোষী বর্মন সহ অনেকেই।