দীর্ঘদিন ধরে আটকে পড়া হোস্টেলের কাজ শুরু হল আজ থেকে
1 min readদীর্ঘদিন ধরে আটকে পড়া হোস্টেলের কাজ শুরু হল আজ থেকে
রাকেশ রায় ঃ-দীর্ঘদিন ধরে আটকে পড়া হোস্টেলের কাজ শুরু হল আজ থেকে । চোপড়া গার্লস হাইস্কুলের হোটেলের কাজ আটকে পড়ায় ফের নতুন করে পাশের জমিতে কাজ শুরু করার উদ্যোগ নেওয়া হল। জানা গিয়েছে, সর্বশিক্ষা মিশনের বরাদ্দ অর্থে গার্লস হাইস্কুলের পাশে হোস্টেল তৈরীর জন্য এক কোটি 23 লাখ টাকা মঞ্জুর হয়। গত এক বছর আগে কাজও শুরু করা হয়। কিন্তু কিছু ভুল ত্রুটির জন্য ওই কাজ আটকে দেওয়া হয়েছে।
এবার স্কুল থেকে নতুন করে পাশে জমি দেওয়া হল। মঙ্গলবার নতুন জমির মাপজোক করা হয়।প্রধান শিক্ষিকা মল্লিকা সাহা বলেন, স্কুলের মেয়েদের সুবিধার জন্য 75 বেডের একটি হোস্টেলের কাজ শুরু হয়। কিন্তু কিছু ত্রুটির কারণে সেই কাজ আটকে পড়ে।
পাশে একটি জমি দেওয়া হল। এখানে দোতলা পর্যন্ত হোস্টেলের কাজ করা হবে। এদিন জমির মাপজোক করা হয়েছে শীঘ্রই নির্মাণকাজ শুরু হবে ।