আস্থা ভোটের মাধ্যমে বিজেপির প্রধানক অপসারণ করল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা
1 min readআস্থা ভোটের মাধ্যমে বিজেপির প্রধানক অপসারণ করল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা
সোমবার উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের আলতাপুর-২ গ্রাম পঞ্চায়েতে আস্থা ভোটের মাধ্যমে বিজেপির প্রধানক অপসারণ করল তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত সদস্যরা। বিজেপির প্রধানের বিরুদ্ধে তাঁরা আগেই অনাস্থা প্রস্তাব জমা দিয়েছিলেন। এদিন ব্লক প্রশাসনের প্রতিনিধির উপস্থিতিতে আস্থা ভোট হয়। পঞ্চায়েতের মোট ১৭ জন সদস্যের মধ্যে ১১ জন উপস্থিত ছিলেন। ১০ জন প্রধানকে অপসারণের পক্ষে রায় দিয়েছেন।
ফলে প্রধান অপসারণ হয়েছেন। পঞ্চায়েত সূত্রে জানা গিয়েছে, গত নির্বাচনে বিজেপি ন’টি, তৃণমূল পাঁচটি, কংগ্রেস দু’টি ও সিপিএম একটি আসন পেয়েছিল। সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে বিজেপি বোর্ড গঠন করে। সম্প্রতি বিজেপির দু’জন ও কংগ্রেস ও সিপিএমের তিন জন তৃণমূলে যোগদান করেন। ফলে তৃণমূলের সদস্য সংখ্যা দাঁড়ায় ১০ জন। গত ১৯ জুলাই তাঁরা বিজেপির প্রধান পবন সিংহের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনেন।
এদিন আস্থা ভোটে প্রধান অপসারণ হয়েছেন। এবার তৃণমূলের বোর্ড তৈরি হবে। স্থানীয় বিধায়ক তৃণমূলের গৌতম পাল বলেন, বিজেপির প্রধানের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে অনিয়মের অভিযোগ ছিল। এদিন প্রধান অপসারণ হয়েছে। ব্লক প্রশাসন বোর্ড গঠনের জন্য তারিখ দেবে। সেদিন আমাদের দলের প্রধান নির্বাচন হবে।