কালিয়াগঞ্জ স্কাইলাক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংস্থার উদ্দ্যোগে রক্তদান শিবির
1 min readকালিয়াগঞ্জ স্কাইলাক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন সংস্থার উদ্দ্যোগে রক্তদান শিবির
শুভ আচার্য কালিয়াগঞ্জ,২৮জুলাই প্রয়াত পিতার স্মৃতি চারণে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় বুধবার কালিয়াগঞ্জ নাট মন্দির প্রাঙ্গনে।করোনা অতিমারির কারণে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ ব্লাড ব্যাঙ্কে রক্তের বড় অভাব দেখা দিয়েছে। জেলা ব্লাড ব্যাঙ্কের রক্তের অভাব মেটাতে অভিনব উদ্যোগ নিলো উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের একটি স্বেচ্ছাসেবী সংস্থা স্কাইলাক সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।
প্রয়াত হিমাদ্রী চক্রবর্তীর জন্মদিন উপলক্ষ্যে নাট মন্দির প্রাঙ্গনে রক্তদান শিবিরের আয়োজন করা হয়।এদিন রক্তদান শিবিরের প্রায় ২৫ জন রক্ত দাতারা স্বেচ্ছায় রক্ত দান করে।উপস্থিত ছিলেন উত্তরদিনাজপুর ডিস্ট্রিক ভলেন্টারি ব্লাড ড্যোনাস ফোরাম সম্পাদক সুব্রত সরকার,প্রয়াত হিমাদ্রী চক্রবর্তীর কন্যা তথা সংস্থার সভাপতি বিশাখা চক্রবর্তী, স্বেচ্ছাসেবী সংস্থার সম্পাদিকা মেঘা তালুকদার, সংস্থার অন্যতম সদস্য সায়ন মিত্র সহ অন্যান্যরা। এদিন রক্তদানের পাশাপাশি রক্ত দাতাদের একটি করে আম গাছ প্রদান করা হয়।