উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের পৌউটি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিটে নাম্বার কম পেয়ে ইস্কুলের মেন গেট তালা বন্ধ করে ইস্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন
1 min readউত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের পৌউটি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিটে নাম্বার কম পেয়ে ইস্কুলের মেন গেট তালা বন্ধ করে ইস্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন
প্রদীপ সিনহা রিপোর্ট বর্তমানের কথা উত্তর দিনাজপুর জেলা করণদিঘী ব্লকের পৌউটি হাইস্কুলের ছাত্র ছাত্রীরা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক মার্কশিটে নাম্বার কম পেয়ে ইস্কুলের মেন গেট তালা বন্ধ করে ইস্কুলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন । ছাএ ছাত্রীদের বক্তব্য আমাদের নাম্বার কম দিয়েছে তার ফলে আজকে তারা ইস্কুলের সামনে বিক্ষোভে দেখায় প্রধান শিক্ষককে এই খবর জানাজানি হতেই ঘটনা ইস্থলে পৌঁছয় করনদিঘী থানার অন্তর্গত রসাখোয়া ফাঁড়ির S I সুজিত রনজন পালের
নেতৃত্ব বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তাদের সাথে কথা বলে বুঝিয়ে বাড়ি পাঠায় এবং ছাএ ছাত্রীদের পুলিশ প্রশাসন এবং ইস্কুলের প্রধান শিক্ষক বিষয়টা দেখছে এটা লিখিত অভিযোগ করে পাঠাবে ইস্কুলের প্রধান শিক্ষক এবং সুদেব মজুমদার ইস্কুলের প্রধান শিক্ষক তিনি বলেন বিষয়টা দেখছি যতা তাড়াতাড়ি ব্যবস্থা নেওয়া জায় সেটাই বল পৌউটি হাইস্কুলের প্রধান শিক্ষক এবং পরীক্ষা হলে আরো বেশি নাম্বার পেতো তার কারণে ঘটনা ঘটেছে তাউ বিষয়টা আমরা দেখছি কি করা যায় ভাবনা চিন্তা করছে পৌউটি হাইস্কুলের প্রধান শিক্ষক সুদেব মজুমদার। শেষে রসাখোয়া ফাঁড়ির পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ছাএ ছাত্রীদের বুঝিয়ে বাড়ি পাঠান।