টিকাকেন্দ্রে সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লেন সাধারণ মানুষ
1 min readটিকাকেন্দ্রে সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লেন সাধারণ মানুষ
ভ্যাকসিন না নিয়ে বাড়ি যাব না, এমনি উক্তি ভ্যাকসিন নিতে আসা সাধারণ মানুষের। টিকাকেন্দ্রে সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য ঘুমিয়ে পড়লেন সাধারণ মানুষ। ঘটনাটি উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর সুপার স্পেশালিস্ট হাসপাতালে। জানা গেছে গত কয়েকদিন ধরে ভ্যাকসিন নিতে এসে ভোগান্তির শিকার হচ্ছেন সাধারণ মানুষ। কোথাও ভ্যাকসিন নিতে এসে নিজেদের মধ্যে সংঘর্ষ বাধে। আবার কোথাও ভ্যাকসিন না
পেয়ে ভোগান্তির শিকার হচ্ছে সাধারণ মানুষ। কবে ঠিক মতন ভ্যাকসিন পাবে ঠিক বুঝে উঠতে পারছেন না তারা। তাই টিকাকেন্দ্রে সামনে ভ্যাকসিন নেওয়ার জন্য রাত জেগে নিজের লাইন ধরে রাখার চেষ্টা।রাত জাগতে না পেরে ঘুমিয়ে পড়েছেন তারা হাসপাতাল চত্বরে। ইসলামপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সামনে বেশ কয়েকজন ঘুমিয়ে পড়েছেন। তাদের দাবি যতক্ষণ না ভ্যাকসিন পাব তাড়া যাবেন না।