জীবনের ঝুঁকি নিয়ে মাটির নিচে মাথা রাখছে রতন চৌধুরী
1 min readজীবনের ঝুঁকি নিয়ে মাটির নিচে মাথা রাখছে রতন চৌধুরী
রাকেশ রায়ের রিপোর্ট বর্তমানের কথা অবাক করা কিছু কান্ড আমাদের সমাজে প্রতিনিয়ত ঘটে যায়। যা সকলকে আলাদিনের আশ্চর্য প্রদীপের মত ঘটনা বলে মনে কড়াই। মাঝে মাঝে কিছু কিছু মানুষ এমন কিছু কান্ড করে বসে যা মানুষকে অনেকটা হার হিম করে তোলে। অনেকে বলে এটি বুজরুকি কান্ড। অনেকে আবার বলেন পেটের তাগিদে মানুষ জীবনের ঝুঁকি নিয়ে এই কাজগুলো করে চলছেন প্রতিনিয়ত প্রকাশ্য দিবালোকে। এমনই এক ব্যক্তির সন্ধান পাওয়া গেল উত্তর দিনাজপুর জেলার কর্ণজোড়া ডিএম অফিস এর সামনে ।
যিনি প্রতিদিন প্রায় দুই ঘন্টা ধরে তার মাথা কে মাটির নিচে ঢুকিয়ে রাখছে ।এটি তার শখের টানে নয়।এটা তার অভ্যাস হয়ে গিয়েছে পেশার টানে। তার কাছে ঘন্টাদুয়েক মাটির নিচে মাথা ঢুকিয়ে রাখাটা কোন ব্যাপারই নয়। আচ্ছা দেখতে কৌতুহলী মানুষের ভিড় জমছে প্রতিনিয়ত। পরিবারে বাবা-মা-ভাই-বোন অনেকদিন আগেই তাকে ছেড়ে চলে গিয়েছে। এখন তিনি প্রতিদিন উত্তর দিনাজপুরে বিভিন্ন জায়গায় মাটির নিচে মাথা ঢুকিয়ে লোককে অবাক করে।
যে টাকা রোজগার করেন সেই টাকায় খাওয়া-দাওয়া করে সংসার চলে তার ।এমন ব্যক্তিকে দেখতে গিয়ে আছড়ে পড়া ভিড় দেখা যায় উত্তরদিনাজপুর কর্ণজোড়া অবস্থিত ডিএম অফিসের সামনে। তিনি বলেন আমি এইভাবে লোককে খেলা দেখায় এবং যে টাকা সংগ্রহ করি সেই টাকায় আমার খাওয়া দাওয়া কাজে লাগে। দেশে করোনা পরিস্থিতির মধ্যে অনেকজন অক্সিজেনের অভাবে প্রাণ হারিয়েছেন আর যিনি অক্সিজেন অভাবের কথা কোনদিন ভাবেননি। তিনি মনে করেন অক্সিজেন মাটির নিচেও যথেষ্ট আছে তার কোনদিন অসুবিধা হয়নি বা এখনো হবে না।