কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পে জমিদাতাদের উপযুক্ত জমির মূল্য ও প্যাকেজ ঘোষণার দাবি জানিয়ে জমি দাতাদের নিয়ে বৈঠক
1 min readকালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পে জমিদাতাদের উপযুক্ত জমির মূল্য ও প্যাকেজ ঘোষণার দাবি জানিয়ে জমি দাতাদের নিয়ে বৈঠক
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৩জুলাই:শুক্রবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহর লাগোয়া কালিয়াগঞ্জ-বালুরঘাট রাজ্য সড়কের আটঘরা মোড়ে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটি কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর স্পেশাল রেল প্রজেক্টের জমিদাতাদের নিয়ে একটি বৈঠক করে। কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির সভাপতি তথা বিজেপি নেতা প্রদীপ সরকার এক প্রশ্নের উত্তরে বলেন তাদের সংগঠন শুক্রবার ৬ দফা দাবি সম্বলিত একটি স্মারকলিপি উত্তর পূর্ব সীমান্ত রেলের কাটিহার ডিভিশনের ডিভিশনাল ম্যানেজারের নিকট পাঠাবেন বলে জানান।তাদের গুরুত্বপূর্ন দাবিগুলির মধ্যে প্রথম দাবি রেল দপ্তর যে জমিগুলি রেল প্রজেক্টের জন্য চিহ্নিত করেছে সেই জমির মাঠ খসড়া প্রস্তুত করে আসল জমির মালিককে চিহ্নিত করতে হবে।প্রকল্পের আওতাভুক্ত জমির প্ৰকৃত মূল্য নির্ধারণ করতে হবে।তৃতীয়ত জমি দেবার ফলে যে সমস্ত কৃষকরা ক্ষতিগ্রস্ত হবে তাদের জন্য সহায়তা প্যাকেজ ঘোষণা করতে হবে।
অবিলম্বে কালিয়াগজ-বুনিয়াদপুর রেল প্রকল্পটির কাজ পুনরায় অতিসত্বর যাতে শুরু করা যায় তার জন্য একটি ত্রিপাক্ষিক বৈঠক রাজ্য সরকার অথবা কেন্দ্রীয় সরকারকে ডাকতে হবে যে বৈঠকে উপস্থিত থাকবে দুই সরকারের প্রতিনিধির সাথে কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির প্রতিনিধি।সংগঠনের সভাপতি তথা বিজেপি নেতা প্রদীপ সরকার বলেন রাজ্য সরকার জমি অধিগ্রহণ না করার ফলে কেন্দ্রের রেল দপ্তর অর্থ বরাদ্দ করেও
সেই অর্থ কোন কাজে লাগাতে না পারায় সেই অর্থ ফেরত চলে যায়।তিনি বলেন আমরা চাই অবিলম্বে কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্পের কাজ জমিদাতাদের উপযুক্ত জমির মূল্য ও তাদের জন্য উপযুক্ত সহায়ক প্যাকেজ ঘোষণা করে পূর্ন উদ্দ্যোগে অসমাপ্ত কাজ পুনরায় শুরু করা হোক। উপস্থিত জমিদাতারা বলেন আমরা চাই এই এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের স্বার্থের কথাকে গুরুত্ব দিয়ে আমরা যারা রেল লাইন স্থাপনের জন্য জমি দেব
তাদের উপযুক্ত ক্ষতিপূরণ দিয়ে আবার রেলের কাজ শুরু হোক বলে দাবি করেন।বৈঠকে উপস্থিত কংগ্রেস নেতা প্রভাস সরকার বলেন কালিয়াগঞ্জ নাগরিক অধিকার রক্ষা কমিটির উচিৎ যেহেতু রি সংগঠন বিজেপি দলের অধীনে থাকা একটি সংগঠন তাই জমি দাতাদের দাবিদাওয়া নিয়ে অবিলম্বে উত্তরবঙ্গের দুই কেন্দ্রীয় মন্ত্রী, উত্তর ও দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপি সাংসদ, দুই জেলার দুই বিধায়কের নিয়ে বৈঠক করবার দাবি জানান।প্রভাষবাবু বলেন যেহেতু বর্তমানে কেন্দ্রে বিজেপি সরকার আছে তাই এই সমস্যার সমাধান সহজেই হতে পারে যদি আন্তরিকতার সাথে সবাই একযোগে কাজ করে।শুক্রবার কালিয়াগঞ্জে বিজেপির বিধায়ক সৌমেন রায় এক সাংবাদিক সম্মেলনে বলেন কালিয়াগঞ্জ-বুনিয়াদপুর রেল প্রকল্প সম্প্রসারণের কাজ নিয়ে তিনি ইতিমধ্যেই স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী নিশীথ প্রামানিকের সাথে দিল্লিতে গিয়ে কথা বলেছেন।মন্ত্রী বলেছেন উত্তরবঙ্গের উন্নয়নের স্বার্থে এই প্রকল্পকে গুরুত্ব দেওয়া হবে বলে জানিয়েছেন।