January 11, 2025

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে জমজ লক্ষণ ভোগ আমের দেখা মিললো

1 min read

কালিয়াগঞ্জের মহেন্দ্রগঞ্জ বাজারে জমজ লক্ষণ ভোগ আমের দেখা মিললো

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১জুলাই: কালিয়াগঞ্জ শহরের মহেন্দ্রগঞ্জ বাজারে জমজ লক্ষণ ভোগ আম চঞ্চল কুন্ডুর আমের দোকানে পাওয়া যায়।তা দেখার জন্য প্রচুর মানুষের ভিড় জমে। মহেন্দ্রগঞ্জ বাজারে এই লক্ষণ ভোগ আমটি যদিও আম বিক্রেতা কোনভাবেই বিক্রি করতে চায়নি।

কোন আম ক্রেতাকে বিক্রি না করে দর্শকদের দেখার জন্য সজত্নে দোকানে রেখে দিয়েছিল বলে চঞ্চল কুন্ডু জানান।কিন্তু শেষ রক্ষা আর হলোনা।জনৈক আম ক্রেতা ঐ জমজ লক্ষণ ভোগ আমটি নেবার জন্য বার বার আম বিক্রেতাকে অনুরোধ করলে আম বিক্রেতা চঞ্চল কুন্ডু তা বিক্রি করে দেন বলে জানা যায়।অনেককে বলতে শোনা যায় এই আমের নাম লক্ষণ ভোগ কেন হবে ? কেন হবেনা রাম লক্ষণভোগ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *