কালিয়াগঞ্জে শহর ও গ্রামের সর্বত্র তৃণমূলের শহীদ দিবস পালন এর পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়
1 min readকালিয়াগঞ্জে শহর ও গ্রামের সর্বত্র তৃণমূলের শহীদ দিবস পালন এর পাশাপাশি যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি করা হয়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১ জুলাই: বুধবার সকালে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর শহর ও গ্রামের সর্বত্র ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে তৃণমূল কংগ্রেসের উদ্দ্যোগে শহীদ দিবস পালন করা হয়।বুধবার সকালে কালিয়াগঞ্জ শহর ও গ্রামের সাথে তাল মিলিয়ে শহরের ১৩ নম্বর ওয়ার্ডে পতাকা উত্তোলনের পর কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ শহীদদের স্মৃতিচারণা করেন।প্রাক্তন বিধায়ক তপন দেবসিংহ বলেন এবারের শহীদ দিবসের গুরুত্ব অনেকটাই আলাদা।এবার ভারত বর্ষের গুজরাট সহ বেশ কয়েকটি রাজ্যে তৃণমূল দলের পক্ষ থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যয়ের ভার্চুয়াল ব্যক্তব্য একযোগে প্রচারের ব্যবস্থ্যা হয়েছে।তপন দেবসিংহ বলেন বিজেপি সরকার যে ভাবে ” পেগাসাস” কাণ্ডে বিরোধী দলের সাংসদ,
বিশিষ্টজন এমনকি সাংবাদিকদের ফোনে আড়ি পেতে নজরদারি চালিয়ে ব্যজতিগত স্বাধীনতা হরণ করতে উদ্যোগী হয়েছে তার ফল আগামীতে ভয়াবহ আকার নিতে চলেছে।তাই আগামী ২০২৪ সালে লোকসভা নিবাচনকে পাখির চোখ করে বিজেপি বিরোধী জোট কেন্দ্রে স্থাপন করে সেই জোটের নেত্রী হিসাবে আমরা আমাদের বাঙলার দাপটে নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রধানমন্ত্রী হিসাবে দেখতে চাই। এদিন শহরের ১২নম্বর ওয়ার্ডে তৃণমূল নেতা সুজিত সরকারের নেতৃত্বে শহীদ দিবস পালন করা হয়।কালিয়াগঞ্জ তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে কালিয়াগঞ্জ ছাত্র পরিষদের সভাপতি ওমর গুপ্তার নেতৃত্বে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালের রোগীদের মধ্যে ফলমূল বিতরণ করা হয়।এদিকে শহরের সর্বত্র মমতা বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনায় সর্বত্র
একই জিনিষ শুনতে পাওয়া যায়।অনেককে বলতে শোনা যায়আমাদের দিদির মুখে দুমাস আগেই শোনা গিয়েছিল বাংলাকে গুজরাট হতে দেবনা।সেই গুজরাটের ৩২টি জেলায় জায়ান্ট স্ক্রিন লাগিয়ে শহীদ দিবসের ভার্চুয়াল ব্যক্তব্য শোনানোর কোন প্রয়োজন হয়ে পড়লো।তবে কি বাংলাকে গুজরাট না বানাতে দিলেও গুজরাটকে কি দিদি বাংলা বানাতে চলেছেন? দিদির বহিরাগত তকমা কি ভোট শেষ হতে না হতেই উধাও হয়ে গেল?
একই আলোচনা সর্বত্রই চলছে।অন্যদিকে কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব কংগ্রেস ও আজ শহীদ দিবসকে সামনে রেখে কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ড এ ওয়ার্ডএ এ বৃক্ষ রোপন করে। কালিয়াগঞ্জ শহর তৃণমূল যুব সভাপতি রাজা ঘোষ এর নেতৃত্বে আজকের শহীদ দিবসকে কেন্দ্র করে ওয়ার্ডে বিভিন্ন ধরনের অনুষ্ঠান হওয়ার যুব তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রাতে যুবকদের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা গেছে।তার অঙ্গ হিসাবে 10 ওয়ার্ড এ বৃক্ষ রোপন করা হয় । এখানে বৃক্ষরোপণ করেন শহর তৃণমূল যুব সভাপতি রাজা ঘোষ এবং সেই ওয়ার্ডের সভাপতি তৃণমূলের বঙ্কিম সরকার সহ আরো অনেকে।