শহীদ দিবসের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ঈশ্বর রজক ভাঙলেন করোনা বিধি
1 min readশহীদ দিবসের অনুষ্ঠানে কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ঈশ্বর রজক ভাঙলেন করোনা বিধি
তনময় চক্রবর্তী।।।।রাজ্যের মুখ্যমন্ত্রী যখন বলছেন একুশে জুলাই রাজ্যের প্রতিটি বুথে বুথে তৃণমূল কংগ্রেসের কর্মীরা করোনা বিধি অক্ষরে অক্ষরে মেনে শহীদ দিবস পালন করবে।সেই মোতাবেক রাজ্যের বিভিন্ন জায়গার সাথে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর শহর ও গ্রামে পালন করা হলো শহীদ দিবস। তবে আজকের এই শহীদ দিবস অনুষ্ঠানকে কেন্দ্র করে ভিন্ন ভিন্ন ছবি ধরা পরল কালিয়াগঞ্জ শহরের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে। শহরের ১৩ নম্বর ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যখন শহীদ দিবস পালন করা হয় ঠিক সেই সময় দেখা গেল
কালিয়াগঞ্জ পৌরসভার পৌর প্রশাসক ঈশ্বর কে ও এই ১৩ ওয়ার্ড সভাপতি নরেশ সাহা কে বেশির ভাগ সময় ম্যাক্স ছড়ায় দাড়িয়ে থাকতে। যা করোনা বিধি কে উপেক্ষা করা হয়েছে বলে অনেকে বলছেন।নাম প্রকাশে অনিচ্ছুক সেই ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের বেশকিছু কর্মীরা বলেন আমরা তো মাক্স পড়েছিলাম যারা নেতৃত্ব দিচ্ছে তাদের কি একবারও মনে হয়নি যে এই অনুষ্ঠানে মাক্স পড়ে থাকা টা বাধ্যতামূলক। এই নেতারাই আবার কি করে বলে করোনা বিধি মানতে অবশ্যই মাক্স পড়ে থাকাটা জরুরি। তবে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাশক ঈশ্বর রজক ও ওয়ার্ড সভাপতি নরেশ সাহা কে বাদ দিয়ে সকলকেই দেখা যায় মাক্স পড়ে করোনার বিধি পালন করে যথাযথ মর্যাদা সহকারে শহীদ দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে। এদিনের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন একদা ১৩ নম্বর ওয়ার্ডের পোড়খাওয়া কমিউনিস্ট নেতা তথা বর্তমান তৃণমূল নেতা ভোলা ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ। অনুষ্ঠানের শেষে জাতীয় সংগীত পরিবেশন হয়।