উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকেও ঐতিহাসিক ১৮ ই জুলাই ফেরত নামা দিবস উদযাপন করা হল
1 min readউত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকেও ঐতিহাসিক ১৮ ই জুলাই ফেরত নামা দিবস উদযাপন করা হল
রাকেশ রায় উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকেও ঐতিহাসিক ১৮ ই জুলাই ফেরত নামা দিবস উদযাপন করা হল দি গ্রেটার কুচবিহার সংগঠনের পক্ষ থেকে। শনিবার চোপড়ার সোনাপুর অঞ্চলের সুফল গছ স্কুল মাঠে এই দিনটি উদযাপন করা হয় সংগঠনের চোপড়া ব্লক কমিটির পক্ষ থেকে ।
এই দিনটির তাৎপর্য নিয়ে গ্রেটারের জেলা ব্লক ও অঞ্চল নেতৃত্ব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে চোপড়া ব্লকের বিভিন্ন এলাকা থেকে রাজবংশী সম্প্রদায়ের মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন। সংগঠনের হলুদ পতাকা উত্তোলন করে এবং রীতি মেনে শান্তিপূর্ণভাবে দিনটি পালন করা হয়। উপস্থিত ছিলেন, ব্লক সহ সভাপতি বাসীলাল সিংহ,ব্লক সম্পাদক রাজু সিংহ। সংগঠনের জেলা কমিটির সদস্য অঙ্গত সিংহ, ব্লক সভাপতি পঞ্চানন সিংহ এবং সংগঠনের সদস্য প্রবীণ সিংহ, বাসুদেব সিংহ প্রমুখ।