January 11, 2025

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন উত্তর দিনাজপুর জেলার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি  ও রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারন সম্পাদক পবিত্র চন্দ

1 min read

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন উত্তর দিনাজপুর জেলার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি  ও রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারন সম্পাদক পবিত্র চন্দ

হৃদরোগে আক্রান্ত হয়ে প্রয়াত হলেন উত্তর দিনাজপুর জেলার জেলা কংগ্রেসের কার্যকরী সভাপতি তথা রায়গঞ্জ পুরসভার প্রাক্তন কাউন্সিলর ও রায়গঞ্জ কালচারাল ফোরামের সাধারন সম্পাদক পবিত্র চন্দ। মৃত্যু কালে তার বয়স হয়েছিল মাত্র ৫৫ বছর। পরিবার সূত্রে জানাগিয়েছে, করোনা থেকে সুস্থ হওয়ার পরেও নানা রকম শারীরিক অসুবিধায় ভুগছিলেন তিনি। রবিবার সকালে শ্বাসকষ্ট ও বুকে ব্যথা অনুভব করায়,দ্রুত পবিত্র বাবুকে রায়গঞ্জের

একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়।পবিত্র বাবুর মৃত্যুতে শোকের ছায়া নেমে আসে রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলা জুড়ে।পবিত্র বাবুর মৃত্যুর খবর পেয়েই নার্সিংহোমে এসে পৌঁছান কংগ্রেসের জেলা সভাপতি তথা প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। পৌঁছান রায়গঞ্জ পৌরসভার পুরপ্রধান সন্দীপ বিশ্বাস ও অন্যান্য কাউন্সিলরগন৷এদিন তার নিথর দেহ নিয়ে প্রথমে যাওয়া হয় তার প্রিয় ক্লাব বিদ্রোহীতে । সেখান থেকে রায়গঞ্জ পুরসভায় নিয়ে যাওয়া হয় ।পরবর্তীতে জেলা কংগ্রেস কার্যালয় শেষ শ্রদ্ধা জানানোর পরে পবিত্র চন্দ্রের নিজের বাড়িতে নিয়ে যাওয়া হয় তার মরদেহ।পবিত্রবাবুর নিথর দেহ শ্মশানে নিয়ে যাবার সময় প্রচুর মানুষ শেষ শ্রদ্ধা জানাতে যায়।তার মৃত্যুতে সমস্ত রাজনৈতিক দল থেকে শুরু করে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শোক জ্ঞাপন করা হয়।পবিত্র বাবু একজন দীর্ঘদিনের উত্তর দিনাজপুর জেলার রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে সাথে তিনি ছিলেন রায়গঞ্জের সাংস্কৃতিক জগতের একজন বিশিষ্ট সংগঠক।তার অকাল মৃত্যু তে উত্তর দিনাজপুর জেলার কংগ্রেসের বিশাল ক্ষতি হল বলেই রাজনৈতিক মহল মনে করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *