January 11, 2025

একটি মানুষ ও যাতে বাদ না যায়।

1 min read

একটি মানুষ ও যাতে বাদ না যায়।

দেবব্রত চক্রবর্তী ইসলামপুর একটি ও মানুষ পঞ্চায়েতের যেন বাদ না যায় টিকাকরণ থেকে। এমনই নির্দেশ দিয়েছেন পন্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রধান প্রতিনিধি মোঃ রশিদ জানান পঞ্চায়েত এলাকায় একটি ব্যক্তি যাতে টিকাকরণ থেকে বাদ না যায় সেই বিষয়টি দেখা হচ্ছে ।যার জন্যই পঞ্চায়েতের আজ প্রায় 180 জনকে এই কোভিদ ভ্যাকসিন প্রদান করা হবে ।তবে আজকে সাধারণ মানুষের একটু ভিড় উপচে পড়েছে কারণ টিকাকরণ চলছে।

সাধারন মানুষ চলে এসেছে তবে একটি মানুষ টিকাকরণ থেকে বাদ যাবে না বলে তিনি জানান। তিনি আরো বলেন টিকা সবাইকে নিতে হবে এবং সবাই টিকা পাবেন ।আজ পন্ডিতপোতা 2 গ্রাম পঞ্চায়েতে স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে একটি ক্যাম্পের আয়োজন করা হয়েছে এবং সেই ক্যাম্প এর মাধ্যমে

এলাকার বাসিন্দাদের টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হচ্ছে। এই টিকাকরণ কর্মসূচি তো সাধারন মানুষ আরও বেশি করে যাতে টিকা পায় তার ব্যবস্থা ‌। সঙ্গীতা নাগ স্বাস্থ্য কর্মী জানান এর আগেও এখানে টিকাকরণ কর্মসূচি হয়েছে তবে আজও চলছে এটি প্রথম দোষ দেওয়া হচ্ছে সাধারন মানুষের ভীড় উপচে পড়েছে 180 জন কে আজকে টিকার ডোজ দিতে পারা যাবে ।তবে এরপরেও টিকাকরণ কর্মসূচি গ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *