January 11, 2025

বৃষ্টিস্নাত সকালে সবুজের সমারোহে দত্তক গ্রহণ অনুষ্ঠান বেশ জমজমাট

1 min read

বৃষ্টিস্নাত সকালে সবুজের সমারোহে দত্তক গ্রহণ অনুষ্ঠান বেশ জমজমাট

নিজস্ব সংবাদদাতা, ইসলামপুর:এক বৃষ্টিস্নাত সকালে সবুজের সমারোহে দত্তক গ্রহণ অনুষ্ঠান শেষ হল বেশ সুন্দর ভাবেই ।একাধিক মা ও বাবা দত্তক গ্রহণ করলেন।তবে সন্তান নয়।দত্তক নেওয়া হয়েছে গাছকে। অরণ্য সপ্তাহ চলাকালীন এমনই এক ব্যতিক্রমী কর্মসূচি নিয়েছিল ইসলামপুরের অন্যভুবন নামে একটি সমাজকল্যাণমূলক সংস্থা। আজ সাতসকালেই সংস্থার সদস্যরা একে অপরের বাড়ি গিয়ে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয়।

সেখানেই আম্রপালি, বকুল ,দেবদারু এবং নিম সহ বিভিন্ন চারাগাছ প্রথিত হয় বাড়ির চত্বরেই ।সেখানে প্রত্যেকেই সন্তানের মত করে ওই চারাগাছকে পরিচর্যা করার প্রতিশ্রুতি দেন ।আগামী বছর থেকে শুরু করে প্রতিবছর জুলাই মাসে অরণ্য সপ্তাহের মুহূর্তে সদস্যদের ওই গাছ সম্পর্কিত বিষয়ে কর্তৃপক্ষের কাছে রিপোর্টও জমা করতে হবে এবং এইক্ষেত্রে কোনো রকম যেন গাফিলতি বা অনীহা প্রকাশ না পায় সে বিষয়েও সকলকে নজর দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, বেশিরভাগ ক্ষেত্রেই বৃক্ষ রোপনের পর দেখা যায় যে পরিচর্যার অভাবে সে সমস্ত চারাগাছ আর বেড়ে ওঠে না।গাছ যে এলাকায় লাগানো হয় তা ছেয়ে যায় আগাছায়। কিংবা পরিচর্যার অভাবে মৃত্যুর কোলে ঢলে পড়ে ওই সব চারাগাছ। এক্ষেত্রে যেন সে রকম ঘটনা না ঘটে তাই এই দত্তক গ্রহণ পর্ব। এদিন এই পর্বে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদক সম্পা শেঠ, সভাপতি অর্পিতা দত্ত, উত্তম সরকার ,মঞ্জুরী পাল ধর ,মিতা দত্ত, গৌতমী সাহু ,মধুমিতা চক্রবর্তী দাস, শিপ্রা রায় ,তপতী শিকদার ,মৃদুলা শিকদার ও সুশান্ত নন্দী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *