January 11, 2025

রাস্তা বেহাল বহুদিন ধরে। অথচ পঞ্চায়েত ও ব্লক প্রশাসন নীরব দর্শক।

1 min read

রাস্তা বেহাল বহুদিন ধরে। অথচ পঞ্চায়েত ও ব্লক প্রশাসন নীরব দর্শক।

রাকেশ রায় চোপড়া  চোপড়া ব্লকের লক্ষিপুর গ্রাম পঞ্চায়েতের চান্দাগছ থেকে বলরামপুর অব্দি প্রায় ৪ কিলোমিটার রাস্তার ব্যহাল দশা। রাস্তা মেরামতের দাবিতে সরবরাহ এলাকাবাসী। গ্রাম পঞ্চায়েত ও ব্লক প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ স্হানীয়দের।

স্হানীয় সূত্রে জানা গেছে গত ২০ থেকে ২৫ বছর ধরে এই রাস্তাটি ব্যহাল দশায় পরে রয়েছে। এই রাস্তার উপর দিয়ে সিতলাগছ, মজিদ পাড়া, জাগির পাড়া, সহ বেশ কয়েকটি গ্রামের মানুষ যাতায়াত করে। প্রতিদিনি প্রায় ২০ হাজার মানুষ এই রাস্তার উপর দিয়ে চলাচল করে। গত কয়েকদিনে ভারি বর্ষণের ফলে জায়গায় জায়গায় রাস্তাটি বিপজ্জনক হয়ে উঠে। যেকোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করছে এলাকার মানুষ জন। এমনকি যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে। এই ঘটনায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। এলাকাবাসীর দাবি দ্রুত এই রাস্তাটি মেরামত করা হক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *