ঈশ্বরের আশীর্বাদে কালিয়াগঞ্জ এর ১৩ নম্বর ওয়ার্ডে রাস্তার উপর বালি ,পাথর ,ইট । ক্ষুব্ধ পথচলতি মানুষ।
1 min readঈশ্বরের আশীর্বাদে কালিয়াগঞ্জ এর ১৩ নম্বর ওয়ার্ডে রাস্তার উপর বালি ,পাথর ,ইট । ক্ষুব্ধ পথচলতি মানুষ।
তনময় চক্রবর্তী আপনি কি বাড়ি বানাতে চান ? বাড়ি বানানোর যাবতীয় সরঞ্জাম রাখার জায়গা পাচ্ছেন না ? আর চিন্তা করবেন না । একবার শাসক দলের নেতার আশীর্বাদ যদি আপনি নিতে পারেন তবে কেল্লাফতে । এবার সেই শাসক দলের নেতার আশীর্বাদ থাকলে আপনি রাস্তাতেই রাখতে পারবেন আপনার বাড়ি বানানোর যাবতীয় সরঞ্জাম। হ্যাঁ এমনই চিত্র ধরা পরল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর ১৩ নম্বর ওয়ার্ডে। যেখানে দেখা যাচ্ছে বিভিন্ন অলিগলিতে বাড়ি বানানোর যাবতীয় সরঞ্জাম রাস্তার উপরে রেখে যাওয়া হচ্ছে। তাতে পথচলতি মানুষের অসুবিধা হলেও কুছ পরোয়া নেহি বাড়ির মালিকের। কারণ এই ১৩ নম্বর ওয়ার্ডের শাসকদলের এক নেতার নাকি তাদের উপর আশীর্বাদ রয়েছে। আর তাই দেদারসে মানুষের চলাচল করা রাস্তার উপরেই ফেলে রাখা হচ্ছে দীর্ঘদিন ধরে ইট , বালি পাথর ।
যার ফলে পথ চলতি মানুষদের একদিকে যেমন চলাফেরা করতে সমস্যা হচ্ছে তেমনি অলিতে গলিতে যদি কোনো গাড়ি-ঘোড়া ঢুকে তাহলে তাদেরও ভীষণ সমস্যার মুখে পড়তে হচ্ছে। অথচ এই ব্যাপারে আশ্চর্যজনকভাবে চুপ করে রয়েছে কালিয়াগঞ্জ পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য তথা এই ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলার ঈশ্বর রজক।
এদিকে এই ঘটনায় রীতিমতো ক্ষুদ্র ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ নাগরিকরা। নাগরিকরা এই প্রতিবেদককে জানান আজকালকার দিনে শাসকদলের আশীর্বাদ থাকলে নাকি অনেক অসম্ভব কাজ সম্ভব হয়ে যায়। আর যার ফলে পথচলতি মানুষের অসুবিধা হলেও সুবিধা পেয়ে যাচ্ছে একশ্রেণীর মানুষ রাস্তার মধ্যে তাদের বাড়ি তৈরি করার সরঞ্জাম দীর্ঘদিন ফেলে রেখে।
সামনেই পুরসভার ভোট আসছে আর তাই এই সময় যারা রাস্তার মধ্যে দীর্ঘদিন ধরে বালি পাথর ইট ফেলে রাখছেন তাদের বাড়ি তৈরি করার জন্য ।তারা কেন এই ধরনের বেআইনি কাজ করছেন এই সাহস টুকুও প্রশাসক মন্ডলীর সদস্য ওই সমস্ত মানুষদের বলার সাহস পাচ্ছেন না।এই ক্ষেত্রে এই সব নাকি সব আইনি ভাবেই হছে তার কাছে ।
তাই দিনের পর দিন রাস্তা সংকোচন হয়ে যাওয়ার ফলে ভীষণ অসুবিধার মুখে পড়ছে ১৩ নম্বর ওয়ার্ডের সাধারণ মানুষরা। অথচ এই সব জায়গা দিয়ে নাকি প্রায় প্রতিদিনই যাওয়া-আসা করেন প্রশাসক মন্ডলীর সদস্য ঈশ্বর রজক। অথছ তিনি তা দেখেও না দেখার ভান করে চলছে এমনটাই অভিযোগ সাধারন নাগরিকদের।ফলে প্রসাশক মন্ডলীর সদস্য ঈশ্বর রজক এর কাজকর্মে ভীষণ ক্ষুব্ধ এলাকার সাধারণ মানুষ।