কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কি তপন দেব সিংহ হচ্ছেন ? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক শুরু
1 min read
কালিয়াগঞ্জ পৌরসভার চেয়ারম্যান কি তপন দেব সিংহ হচ্ছেন ? সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে বিতর্ক শুরু
তনময় চক্রবর্তী আসন্ন কালিয়াগঞ্জ পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে কালিয়াগঞ্জ এ বিভিন্ন রাজনৈতিক দল সাজগোজ করতে শুরু করে দিয়েছে ইতিমধ্যে। যদি তৃণমূল কংগ্রেস এবারের পৌরসভা নির্বাচনে ক্ষমতায় আসে তাহলে কে হবে শাসকদলের চেয়ারম্যান এই কালিয়াগঞ্জ পৌরসভায় ? ।এই নিয়ে চলছে যখন শাসক দলের মধ্যে চুলচেরা আলোচনা ঠিক তখন কালিয়াগঞ্জ এর তৃণমূল কংগ্রেসের অন্দর থেকেই সোশ্যাল মিডিয়ায় ফাঁস করে দিল চেয়ারম্যান কে হবে তার নাম কালিয়াগঞ্জ তৃণমূল দামাল ব্রিগেড।তাদের পোস্ট এ উঠে আসছে আগামী পৌরসভা নির্বাচনে কালিয়াগঞ্জে শাসকদলের চেয়ারম্যানের মুখ হবে তপন দেব সিংহ কে সামনে রেখে। আর এই নিয়ে বিস্তর জলঘলা শুরু হয়েছে এখন তৃণমূল কংগ্রেসের অন্দরের মধ্যেই। তৃণমূল কংগ্রেসের কালিয়াগঞ্জ এর এক হেভিওয়েট নেতা নাম প্রকাশে অনিচ্ছুক এই প্রতিবেদককে বলেন এখন থেকেই কেন সোশ্যাল মিডিয়ায় আগামী পৌরসভা নির্বাচনে তপন দেব সিংহ কে সামনে রেখে প্রচার করা হচ্ছে ? দলের মধ্যে কি আর কেউ নেই চেয়ারম্যান হওয়ার মত।
সেই নেতা বলেন যে প্রাক্তন বিধায়ক তখন দেব সিংহ বিগত বিধানসভা নির্বাচনে বাইশ হাজারের উপর ভোটে পরাজিত হয়েছেন বিজেপি র সৌমেন রায়ের কাছে। যিনি কালিয়াগঞ্জে বিগত বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ এ্রর একটি ওয়ার্ডে ও জয়ী করতে পারেননি দল কে, তাহলে তাকে সামনে রেখে কেন প্রচার করা হচ্ছে আগামী নির্বাচনের। উল্লেখ্য আজ কালিয়াগঞ্জ তৃণমূল দামাল ব্রিগেড নামে সোশ্যাল মিডিয়ায় ফেসবুকে একটি পেজ থেকে পোস্ট করা হয়েছে উন্নয়নমুখী, স্বচ্ছ পৌরবোর্ড গড়তে তপন দেব সিংহ কেই চাই। কালিয়াগঞ্জ তৃণমূল দামাল ব্রিগেডের ফেসবুকে এই পোস্ট করার সঙ্গে সঙ্গে রীতিমত ভাইরাল হয়ে যায় । আর তারপরই শুরু হয় জল্পনা কল্পনা। আবার অনেকেই বলছেন এখন থেকেই শুরু হয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে চেয়ার নিয়ে মারামারি। কে হবে পরবর্তী চেয়ারম্যান। তৃণমূল কংগ্রেসের অনেক কর্মীরা এই প্রতিবেদককে বলেন যারা বিধানসভা নির্বাচনে কালিয়াগঞ্জ শহরে গো হারা হেরে যান বিজেপির কাছে তাদের মুখে চেয়ার নিয়ে মারামারি মানায় না। আগে জয়লাভ করুক পৌরসভা নির্বাচনে তারপরে কে হবে চেয়ারম্যান তখন দল ভাববে। অযথা আগেভাগে নাম প্রকাশ করে দলের মধ্যে ঐক্য নষ্ট করছে দলেরই কিছু কর্মী। এটা দল বিরোধী কাজ। এদিকে কালিয়াগঞ্জ টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতি কমল ঘোষ কে এ প্রতিবেদক এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন যারা এই ধরনের কাজ করছে বা যারা সোশ্যাল মিডিয়ায় এই ধরনের পোস্ট করছে তারা সম্পূর্ণ দল বিরোধী কাজ করছে। এমন অধিকার কাউকে দেওয়া হয়নি। আগামী দিনের দল ঠিক করবে যদি কালিয়াগঞ্জ পৌরসভা তে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসে তখন চেয়ারম্যান কে হবে সে নিয়ে। অযথা দলের মধ্যে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের চিহ্নিত করা হবে। এদিকে কালিয়াগঞ্জ তৃণমূল দামাল ব্রিগেড নামে একটি ফেসবুক পেজ থেকে তপন দেব সিংহ কে সামনে রেখে আগামী দিনে স্বচ্ছ ভাবমূর্তি পৌর বোর্ড গঠন করা হবে এমন পোস্ট হতেই শোরগোল পড়ে যায় কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেসের অন্দরে। অনেক নেতারাই বলছে কালিয়াগঞ্জের দীর্ঘদিনের কাউন্সিলর প্রাক্তন ভাইস চেয়ারম্যান কমল ঘোষ কি এই দৌরে নেই কেন ? তিনি কি অযোগ্য ব্যক্তি। তার কি চেয়ারম্যানের পদে বসার যোগ্যতা নেই। কেন তাকে সামনে রেখে আগামী পৌরসভা নির্বাচনে এগোচ্ছে না দল। কালিয়াগঞ্জ এর কিছু তৃণমূলের কর্মী যারা নাম প্রকাশে অনিচ্ছুক তারা বলেন যদি দল তৃণমূল কংগ্রেসের কর্মীদের ভাবাবেগে আঘাত আনে তাহলে আগামী পৌরসভা নির্বাচনেও ভালো ফল করতে পারবেনা কালিয়াগঞ্জ শহরে তৃণমূল কংগ্রেস ।এদিকে গোপন সূত্রে জানা যায় এই সমস্ত কিছুর পিছনে নাকি কোন এক বড় নেতারা হাত রয়েছে। কারণ তার কব্জায় যদি প্রাক্তন বিধায়ক কে কালিয়াকৈর পৌরসভার চেয়ারম্যান করতে পারেন তাহলে আগামী দিনে তার আধিপত্য কায়েম করতে পারবেন শহরের বুকে। তাই এখন থেকেই দাবার ছকে গুটি সাজাতে শুরু করে দিয়েছেন তিনি।