দুরারোগ্য অসুখে জয়তীর পাশে চিকিৎসার সমস্ত ব্যয় বহন করার মানবিক মুখ দেখালেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়
1 min readদুরারোগ্য অসুখে জয়তীর পাশে চিকিৎসার সমস্ত ব্যয় বহন করার মানবিক মুখ দেখালেন কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২২জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ১৪নম্বর ওয়ার্ডের অসহায় পরিবারের মেয়ে কলেজ পড়ুয়া জয়তী বিগত পাঁচমাস ধরে বিছানায় শয্যাশায়ী।জানা যায় তার গ্লান্ডুলর ফেভার নামে একটি দুরারোগ্য অসুখে ভুগছে।দিনকে দিন ।জয়তীর শারীরিক অবনতি ঘটছে বলে জানা যায়।জয় তীর অসহায় পিতার আহ্বানে সাড়া দিয়ে
মঙ্গলবার কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় জয়তীর বাড়িতে গিয়ে অসহায় পিতার হাতে আর্থিক সাহায্য তুলে দিয়ে বলেন চিন্তা করবেন না।আপনার মেয়ের পাশে সৌমেন রায় আছে।
শুধু তাই নয় বিধায়ক সৌমেন রায় জয়তীর বৃদ্ধ পিতাকে প্রতিশ্রুতি দিয়ে বলেন জয়তীর চিকিৎসার জন্য বাইরে যাবার যাবতীয় সমস্ত অর্থ থেকে সমস্ত ধরনের ব্যবস্থা তিনি করে দেবেন।এই ঘটনায় কালিয়াগঞ্জের মানুষ বিধায়ক সৌমেন রায়ের এই ধরনের মানবিকতার মুখ দেখানোর জন্য তাকে অসংখ্য ধন্যবাদ জানিয়েছে কালিয়াগঞ্জের।মানুষ।