কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন হলদিবাড়ি এলাকার নয়ঞ্জলীতে কন্যা সন্তানের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়
1 min readকালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন হলদিবাড়ি এলাকার নয়ঞ্জলীতে কন্যা সন্তানের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়
রাজ্য সড়কের পাশের নয়নঞ্জলির ঝোপ থেকে সদ্য কয়েক মাসে কন্যা সন্তানের উদ্ধারের ঘটনায় চাঞ্চল্য ছড়ালো এলাকায়।এমনি অমানবিক ঘটনাটি ঘটেছে সোমবার রাতে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বোচাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের অধিন হলদিবাড়ি এলাকার রায়গঞ্জ – বালুরঘাট রাজ্য সড়কের নয়ঞ্জলীতে।রাতে কাজ শেরে বাড়ি ফেরার পথে ধরনী নামে এক ব্যাক্তি বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পায়।বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেরে প্রথমে একটু ভেয় পেলেও অন্যানদের ফোন করে ডাক দেওয়ায় পড়ে নয়ঞ্জনীর ঝোপের আড়াল থেকে কন্যা সন্তানটিকে উদ্ধার করা হয়।বিষয়টি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়।খবর পেয়ে ছুটে আসেন
ফতেপুর সিডি হাইস্কুলের শিক্ষক তথা কালিয়াগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার।খবর দেওয়া হয় কালিয়াগঞ্জ থানার পুলিশকে।পড়ে প্রভাস বাবু নিজের গাড়িতে করে কন্যা সন্তানটিকে উদ্ধার করে কালিয়াগঞ্জ স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে আসে চিকিৎসা জন্য।খবর দেওয়া হয় চাইল্ড লাইকেও।প্রাথমিক ভানে বোঝা যাচ্ছে বাচ্চাটির আনুমানিক বয়স ২-৩ মাস হতে পারে।কে বা কাহারা কি কারণে বাচ্চাটিকে ফেলে দিয়ে গেলো পুলিশ তা খতিয়ে দেখছে।এই বিষয়ে ফতেপুর সিডি হাইস্কুলের শিক্ষক তথা কালিয়াগঞ্জ বিধানসভার কংগ্রেস প্রার্থী প্রভাস সরকার,বলেন আমরা বিভিন্ন সময়ে শুনতে পারি সদ্যজাত বাচ্চা ফেলে দিয়ে চলে যায় কেউ বা কাহারা। করোনা আবহের কারণে মানুষের অঅর্থনৈতিক অবস্থা খারাপ।সেই কারণে তার অভিভাবকেরা বাচ্চাটি ফেলে দিয়ে চলে যেতে পারে।এমন ঘটনা শোনা যায়না ২-৩ মাসের বাচ্চা কেউ ফেলে দিয়ে চলে যায়।কে বা কাহারা বাচ্চাটিকে ফেলে দিয়ে গেছে তার পূর্নাঙ্গ তদন্ত পুলিশ করলেই বেড়িয়ে আসবে সত্ততা।