কালিয়াগঞ্জ পৌর সভায় সমব্যাথি প্রকল্পের প্রাপকদের দুই হাজার করে টাকার চেক প্রদান
1 min readকালিয়াগঞ্জ পৌর সভায় সমব্যাথি প্রকল্পের প্রাপকদের দুই হাজার করে টাকার চেক প্রদান
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২১জুন:সোমবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌরসভা সমব্যাথি প্রকল্পে কালিয়াগঞ্জ শহরের ২৭জন হত দরিদ্র পরিবারের হাতে প্রত্যেককে দুই হাজার টাকার চেক তুলে দিলেন কালিয়াগঞ্জ পৌর সভার প্রসাশক মন্ডলীর প্রসাশক শচিন সিংহ রায়।প্রসাশক শচিন সিংহ রায় বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় সমব্যাথি
প্রকল্পের কাজ শুরু হয়।শচিন সিংহ রায় বলেন এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল এমন অনেক পরিবার আছে যে পরিবারের কোন সদস্যের মৃত্যু হলে সেই সদস্যের শেষকৃত্য করার মত আর্থিক ক্ষমতা থাকেনা। সেক্ষেত্রে মৃত্তুর পর মৃতের পরিবারকে দুই হাজার করে টাকা আর্থিক সাহায্য দেবার ব্যবস্থা হয় রাজ্য সরকারের পক্ষ থেকে পৌর সভার মাধ্যমে।এই আর্থিক সাহায্য পাবার ফলে বহু দুস্থ্য মানুষেরা এই প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছে বলে জানা যায়। চেক প্রদান অনুষ্ঠানে পৌর প্রসাশক শচিন সিংহ রায় ছারাও অনেকেই উপস্থিত ছিলেন।