January 11, 2025

বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রাণতোষ কুমার পাল

1 min read

বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডঃ প্রাণতোষ কুমার পাল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,১৫জুন: সোশ্যাল ইনফরমেটিক্স এবং বিজনেস ইনফরমেটিক্স বিশ্বের সেরা বিজ্ঞানীদের তালিকায় স্থান পেল রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর প্রাণতোষ কুমার পালAlper Doger (A.D) সাইন্টিফিক ইন্ডেক্স বিশ্বের অন্যতম রেংকিং পরিষেবা । এই রেংকিং এ অন্তর্ভুক্ত হয় পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং বিভিন্ন দেশ গুলোর গবেষণার রেংকিং । এই সংস্থাটি প্রায় 200 টির বেশি দেশের 10 হাজারেরও বেশি বিশ্ববিদ্যালয়ের রেংকিং দেওয়ার সাথে যুক্ত । একই সঙ্গে এই প্রতিষ্ঠানটি বিভিন্ন বিজ্ঞানীদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিষয়ের বিশেষজ্ঞদের রেংকিং করে থাকে। প্রতি বছর এই তালিকা তৈরী করে সায়েন্টিফিক ইন্ডেক্স টিম। অতিসম্প্রতি 2021 সালের A D সাইন্টিফিক ইন্ডেক্স প্রকাশিত হলে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের নাম উঠে আসে। তাঁরা হলেন ডক্টর অমিত কুমার মন্ডল এবং ডক্টর প্রানতোষ কুমার পাল।বিজনেস ইনফরমেটিক্স এ আন্তর্জাতিক ক্ষেত্রে ডক্টর পালের অবদানের জন্য এবছরের AD সাইন্টিফিক ইন্ডেক্স রেংকিং অনুযায়ী সারা বিশ্বে তৃতীয় স্থান অধিকার করেন। তার আগে যথাক্রমে ইউনিভার্সিটি অফ ভিয়েনা এবং মালয়েশিয়ার উটারা বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপক রয়েছেন। এই আন্তর্জাতিক তালিকায় ভারত থেকে আরো দুটি বিশ্ববিদ্যালয়ের দুজন অধ্যাপকের নাম উঠে এসেছে। ডক্টর পালের অপর একটি উল্লেখযোগ্য গবেষণার বিষয় হল সোশ্যাল ইনফর্মেশন সাইন্স ।এই তালিকা ডক্টর পাল বিশ্বের মধ্যে ষষ্ঠ এবং ভারতের মধ্যে প্রথম স্থান অধিকার করেছেন।

এই তালিকায় ভারত বর্ষ থেকে দেব সংস্কৃতি বিশ্ববিদ্যালয় এবং আইআইএম কলকাতার অধ্যাপক ও জায়গা করে নিয়েছেন।ডক্টর প্রানতোষ কুমার পাল, গঙ্গারামপুরের ভূমিপুত্র তথা রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার এন্ড ইনফরমেশন সায়েন্স বিভাগের অধ্যাপক। এছাড়া তিনি কম্পিউটার এন্ড ইনফর্মেশন সাইন্স পোস্ট গ্রাজুয়েট প্রোগ্রামের ডিরেক্টর, অতিরিক্ত দায়িত্ব হিসেবে রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের ইনফর্মেশন সাইন্টিস্ট পদের সাথে কর্মরত । ইতিমধ্যে ইনফর্মেশন সাইন্স এ তার অনবদ্য অবদানের জন্য বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক প্রতিষ্ঠান এর বিভিন্ন পদে মনোনীত এবং নির্বাচিত হয়েছেন । গতবছর আমেরিকার লুইসিয়ানায় প্রতিষ্ঠিত লোগোস ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে অনারীস কওসা ডক্টরাল ডিগ্রী (DSc/DLitt.)এর প্রস্তাব এলেও তার পরিবর্তে ওই বিশ্ববিদ্যালয়ের অনারারি প্রফেসর পদে যোগ দেন। এবছর দক্ষিণ আমেরিকার ক্রাউন ইউনিভার্সিট ইন্টারন্যাশনাল চার্টার্ড ইনকর্পোরেটেড (CUICI) সান্তাক্রুজ, আর্জেন্টিনার ইন্টারন্যাশনাল সেন্টার ফর কারিকুলাম এন্ড রিসার্চ ডেভোলপমেন্ট (ICCRD) এর এক্সিকিউটিভ সেক্রেটারি পদে প্রস্তাব আসায় তিনি সেই গুরুত্বপূর্ণ পদটিও গ্রহণ করেন। এছাড়া শিক্ষা , গবেষণা এবং ইনফর্মেশন সাইন্সে অবদানের জন্য তিনি ম্যাঙ্গালোর এর শ্রীনিবাস বিশ্ববিদ্যালয়ের ইনোভেটিভ প্রোগ্রাম ও গবেষণা পরিকল্পনার চিপ অ্যাডভাইজার হিসেবে যোগ দেন।অধ্যাপক পালের ইনফর্মেশন সাইন্স বিষয়ে শিক্ষা এবং গবেষণামূলক কাজ ব্যাপক ভাবে বিস্তৃত। ডক্টর পাল বিভিন্ন শাখার ডিগ্রিধারী, যেমন সায়েন্স, আর্টস, ম্যানেজমেন্ট, টেকনোলজি (সবগুলোর সাথেই ইনফর্মেশন সায়েন্স প্রত্যক্ষ বা পরোক্ষ ভাবে যুক্ত), আই আই ই এস টি শিবপুর এর পিএইচডি ডিগ্রীধারী, এনভায়রনমেন্টাল ইনফর্মেশন সায়েন্স এ পোস্ট ডক্টরাল রিসার্চ সার্টিফিকেট প্রোগ্রাম কোয়ালিফায়েড ডক্টর পাল ইতিমধ্যেই100 এর বেশি কারিকুলাম সংক্রান্ত কাজ করেছেন বলে জানা যায়।তার রচিত গবেষণামূলক প্রবন্ধ রয়েছে প্রায় 250 টির ও বেশি। তার রচিত বুক চ্যাপ্টার সংখ্যা প্রায় 100এর মত। এছাড়া তার হাতে রয়েছে 25 টির ও বেশি রচিত এবং সম্পাদিত পুস্তক।এছাড়া ডঃ পাল প্রায় 50 টি দেশের 300 এর বেশি কনফারেন্সে বক্তা, সংগঠক, টেকনিক্যাল কমিটির মেম্বার হিসেবে যুক্ত। এখানেই নয় ডক্টর পাল বিভিন্ন জাতীয় এবং আন্তর্জাতিক জার্নাল এবং বুক সিরিজের চিফ এডিটর পদেও যুক্ত।তার এই সাফল্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর অনিল ভুইমালি, রেজিস্ট্রার ড: দুর্লভ সরকার, সাইন্স এন্ড ম্যানেজমেন্টের ডিন প্রফেসর কে এস তিওয়ারি খুশি ব্যক্ত করেছেন এবং আরো মঙ্গল কামনা করেছেন । তার সাফল্যে খুশি তার পরিবারের সকলে, তার মেয়ে, তার বিভাগের সহকর্মী, তার ছাত্র ছাত্রী এবং অন্যান্য গবেষকেরা । আগামীতে আরো গবেষণামূলক কাজ এবং রায়গঞ্জ ইউনিভার্সিটির তরফে স্কিলবেসড বিভিন্ন শাখার (ইন্টারডিসসিপ্লিনারী) স্টুডেন্টদের জন্য প্রোগ্রাম শুরু করার ইচ্ছা রয়েছে বলে জানান ডক্টর পাল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *