January 11, 2025

কোচবিহার,শিলিগুড়ির ও মালদার পর এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেও ম্যাগনেট ওম্যানের দেখা পাওয়া গেল

1 min read

কোচবিহার,শিলিগুড়ির ও মালদার পর এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেও ম্যাগনেট ওম্যানের দেখা পাওয়া গেল

তপন চক্রাবর্তী,কালিয়াগঞ্জ,১৫ জুন: কোচবিহার,শিলিগুড়ির ও মালদার পর এবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরেও ম্যাগনেট ওম্যানের দেখা পাওয়া গেল মঙ্গলবার।বিভিন্ন স্থানে এই ঘটনা ঘটছে দেখে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরের ১৩নম্বর ওয়ার্ডের শ্রীকলোনির গৃহবধূ সুমিতা চক্রবর্তী তার স্বামী শুভপ্রতিম চক্রবর্তী ও মেয়েকে নিয়ে সবাই ম্যাগনেট ওম্যান নিয়ে আলোচনা করছিল।বাড়ির সবাই দেখছিল তাদের গায়ে এসব আটকে থাকে নাকি?বাড়ির কারো শরীরে এসব ধাতব বস্তু না ঝুলে থাকলেও গৃহবধূ সুমিতা চক্রবর্তী

শরীরে যা লাগানো হচ্ছে তাই লেগে থাকছে।যেমন কয়েন,মোবাইল,কাঁচি, খুন্তি,স্কেল।অদ্ভুত ভাবে শরীরে আকর্ষণ করে নিচ্ছে।সুমিতা চক্রবর্তী বলেন তার কোন ভয় হচ্ছেনা তবে আশ্চর্য হচ্ছি এই ঘটনা দেখে।রক প্রশ্নের উত্তরে সুমিতা দেবী বলেন তিনি কোভিড ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছিলেন ১৪ই এপ্রিল এবং দ্বিতীয় ডোজ নিয়েছিলেন ২৮মে।পেশায় প্রাথমিক শিক্ষক সুমিতা চক্রবর্তীর স্বামী শুভব্রত চক্রবর্তী বলেন এটা তার কাছেও আশ্চর্যজনক ঘটনা বলেই মনে হচ্ছে।তবে কোভিডের সাথে যে এর কোন সম্পর্ক নেই তা নিশ্চিত ভাবেই বলা

যেতে পারে।উত্তর দিনাজপুর বিজ্ঞান মঞ্চের কার্যকরী সভাপতি তপন কুমার চক্রবর্তী এক প্রশ্নের উত্তরে বলেন বিজ্ঞান মঞ্চ মনে করে এর সাথে কোভিডের কোন রকম সম্পর্ক নেই।এর কোন বিজ্ঞান ভিত্তিক মূল্যায়ন নেই।এর আগেও গনেশের দুধ খাওয়া আমরা দেখেছি।তাছাড়া এটা হতে ওয়ারে অত্যাধিক গরমে গায়ে সিবাম বলে এক রকম জলীয় পদার্থ গায়ে দেখা যায় কোন কোন সময়।তখন যদি গায়ে এই ধরনের কিছু লাগানো যায় তা কিছুক্ষনের জন্য আটকে থাকতে পারে। কালিয়াগঞ্জের চিকিৎসক ডঃ চিন্ময় দেবগুপ্ত বলেনএই ঘটনায় সাথে কোন ভাবেই কোভিডের যুক্ত নয় তা হলফ করেই বলা যায়।এসব নিয়ে বেশি আলোচনা না হওয়ায় শ্রেয় বলে চিন্ময় বাবু মনে করেন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *