January 11, 2025

কুশমন্ডিতে পুকুর সংস্কার করতে গিয়ে ১৩টি বিভিন্ন দেবদেবীর কস্টি পাথরের মূর্তি পাওয়া গেল

1 min read

কুশমন্ডিতে পুকুর সংস্কার করতে গিয়ে ১৩টি বিভিন্ন দেবদেবীর কস্টি পাথরের মূর্তি পাওয়া গেল

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ১৫ জুন:দক্ষিণ দিনাজপুর জেলার কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুর গ্রামে পুকুর খনন করতে গিয়ে মঙ্গলবার ১৩,টি বিভিন্ন ধরনের দেবদেবীর কস্টি পাথরের মূর্তি পাওয়া যায়।যার মধ্যে ছিল শিবমূর্তি, দুর্গামূর্তি,হনুমানের মূর্তি,বিষ্ণু মূর্তি ও সরস্বতীর মূর্তি দেখা যায়।জানা যায় কুশমন্ডি ব্লকের আকচা গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণপুরের জমিরউদ্দিন সরকারের নিজস্ব

পুকুর কাটতে গিয়েই এইসব মুর্তু উদ্ধার হয়।মুর্তিগুলির এক একটির উচ্চতা এক এক রকমের।তবে সবচেয়ে বড় মূর্তিটির উচ্চতা ৪ ফিট।খবর পেয়ে কুশমন্ডি থানা থেকে পুলিশ যায় ।কিন্তূ গ্রাম বাসীরা মুর্তিগুলিকে গ্রামের হরি মন্দিরে রাখার কথা বললে পুলিশ একটি বিষ্ণু মূর্তি নিয়ে চলে যায় বলে জানা যায়।গ্রামবাসী বিষ্ণু সরকার বলেন বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটলে প্রচুর মানুষ মূর্তি গুলি দেখবার জন্য এখন ভীড় জমিয়ে আছে।এতগুলো মূর্তি একসাথে পাওয়ায় সমগ্র কুশমন্ডি এলাকার মানুষ অবাক হয়ে যায়। অপর গ্রাম বাসী সুদেব সরকার বলেন আমরা এই মুর্তিগুলিকে হরি মন্দিরে রেখে প্রতিদিন গ্রাম বাসীরা মন্দিরে পূজাঅর্চনা করবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *