কালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যাচ্ছে, এই মনগড়া খবরের প্রতিবাদ জানালেন সৌমেন রায়
1 min readকালিয়াগঞ্জের বিজেপি বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যাচ্ছে, এই মনগড়া খবরের প্রতিবাদ জানালেন সৌমেন রায়
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ ১৪:বিধান সভা নির্বাচন পরবর্তীতে যখন বিজেপি থেকে তৃণমূলে যাবার লিস্টি ক্রমশ লম্বা হতে চলেছে।তখন উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের বিজেপির বিধায়কের গলায় অন্য সুর শোনা গেল। সোমবার কালিয়াগঞ্জের বিজেপির বিধায়ক সৌমেন রায় অত্যন্ত ক্ষুব্ধ হয়ে বলেন আমার সম্পর্কে দুই একটি সংবাদপত্র মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ানো শুরু করে দিয়েছে।আমি বুঝতে পারছিনা এই সমস্ত বিভ্রান্তিমূলক সংবাদ ছড়িয়ে তাদের কি লাভ।বিজেপি বিধায়ক সৌমেন রায় বলেন কালিয়াগঞ্জের মানুষ যে বিশ্বাসের উপর
ভিত্তি করে আমাকে ভোট দিয়েছে তাদের সম্মান আমার কাছে অনেক বড়।তাই কালিয়াগঞ্জের মানুষদের আশ্বস্ত করার সাথে সাথে আমি সৌমেন রায় সেই সব সংবাদ মাধ্যমের বিরুদ্ধে তীব্র ধীক্কার জানাচ্ছি যারা আমার এবং কালিয়াগঞ্জ বাসীর সন্মান নিয়ে ছিনিমিনি খেলছেন।তিনি বলেন সব বিধায়ককে মুড়ি মুরখী ভাববেন না।আমি কাজ করতে ভালোবাসি।আমি বিজেপির নীতিকে ভালোবাসি বলেই বিজেপি আমাকে টিকিট দিয়েছে।রাজ্য সরকার গড়তে না পারলে কি হবে? কেন্দ্রে বিজেপি সরকার যথেষ্ট কাজ করছে দেশের মানুষের জন্য।একজন বিধায়ক যদি মনে করে তাহলে তার এলাকায় অনেক কাজ করা যায়।চাই মনের ইচ্ছা শক্তি। সৌমেন রায় বলেন তার সম্পর্কে যারা বিভ্রান্তি মূলক প্রচার করছে তাদেরকে ধিক্কার জানিয়ে বলতে চাই কালিয়াগঞ্জের মানুষ আমার প্ৰতি আস্থা রাখবেন।আমার দ্বারা কখনো বিশ্বাসঘাতকের কাজ সম্ভব নয়।আপনারা আমায় যে সন্মান দিয়েছেন বিজেপিতে থেকে কাজ করে আপনাদের দেখিয়ে দেব কাজের মানসিকতা থাকলে যে কোন দলে থেকেই কাজ করা সম্ভব।দল বদলের প্রয়োজন হয়না।