January 11, 2025

অগ্রাধিকারের ভিত্তিতে যাদের ভ্যাকসিন আগে পাবার কথা কালিয়াগঞ্জ পৌর সভা তাদের ভ্যাকসিন না দিয়ে দলবাজির প্রতিবাদে ডেপুটেশন

1 min read

অগ্রাধিকারের ভিত্তিতে যাদের ভ্যাকসিন আগে পাবার কথা কালিয়াগঞ্জ পৌর সভা তাদের ভ্যাকসিন না দিয়ে দলবাজির প্রতিবাদে ডেপুটেশন

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৮জুন:মঙ্গলবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ পৌর সভায় অগ্রাধিকারের ভিত্তিতে সরকারি নিয়মানুসারে যাদের পৌর সভা থেকে ভ্যাকসিন পাবার কথা তারা এখনো না পাওয়ায় কালিয়াগঞ্জ পৌর সভার উপর সাধারণ মানুষ প্রচন্ড ক্ষুব্ধ।কালিয়াগঞ্জ পৌর সভা নক্কার জনক।ভাবে ভ্যাকসিন নিয়ে দলবাজি করছে প্রথম থেকে।শুধু তাই নয় বিজেপিকে কালিমালিপ্ত করবার জন্য ভ্যাকসিনের অভাব দেখানো হচ্ছে।মঙ্গলবার বিজেপির কালিয়াগঞ্জ শহর মন্ডল কমিটির পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌর সভা,কালিয়াগঞ্জ বিডিও অফিস এবং পৌর সভায় ডেপুটেশন দেওয়া হয়।

ডেপুটেশনের নেতৃত্ব দেন বিজেপির যুব মোর্চার জেলা সভাপতি গৌতম বিশ্বাস।গৌতম বাবু বলেন সরকার থেকে কালিয়াগঞ্জ পৌর সভায় যে নির্দেশ কোভিডের টিকা দেবার জন্য পাঠানো হয় কালিয়াগঞ্জ পৌর সভা তা অমান্য করে তৃণমূলের নিয়মে দলীয় কর্মীদের আগে দেবার জন্য রাতের অন্ধকারে স্লীপ ইস্যু করছে।আগামী দুই একদিনের মধ্যে কালিয়াগঞ্জ

 

পৌর সভা যদি তাদের নিয়মের পরিবর্তন না ঘটায় তাহলে তার বিরুদ্ধে ব্যপক আন্দোলনে যেতে বাধ্য হবে বলে গৌতম বিশ্বাস জানান।ডেপুটেশনে উপস্থিত ছিলেন

বিশিষ্ট বিজর্পি নেতৃত্বদের মধ্যে কালিয়াগঞ্জ বিজেপির শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ রায়,তারিণী কান্ত রায়, গৌরাঙ্গ দাস,কমল সরকার,অমিত শাহা সহ অনেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *