January 11, 2025

রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে সড়কপথে বহিবানিজ্যিক যোগাযোগ গড়ে তোলার প্রয়াস শুরু

1 min read

রাধিকাপুর সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে সড়কপথে বহিবানিজ্যিক যোগাযোগ গড়ে তোলার প্রয়াস শুরু

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৭ জুন:উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্তের রাধিকাপুর সীমান্ত দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে সড়ক পথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপনে উদ্যোগী হলেন কালিয়াগঞ্জ বিধান সভা কেন্দ্রের নব নির্বাচিত কাজের বিধায়ক বলে ইতিমধ্যেই পরিচিত সৌমেন রায় এবং  রায়গঞ্জের সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী ।

দীর্ঘদিন ধরে এই সীমান্ত দিযে রেলের মাধমে পণ্য পরিবহনে ব্যবস্থা থাকলেও সড়ক পথে সেই সুযোগ নেই।রেলের পাশা পাশি এবার সড়ক পথে ও যাতে ভারত-বাংলাদেসের সীমান্তের রাধিকাপুর সীমান্ত দিয়ে সড়ক যোগাযোগের মাধ্যমে বাণিজ্য শুর করা যায় কিনা তার পরিকাঠামো পরিদর্শনে যান কেন্দ্রের মন্ত্রী দেবশ্রী চৌধরী ও কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায়। কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন

আপনারা শুনলে আনন্দ পাবেন ইতিমধ্যেই বাংলাদেশের সরকারের পক্ষ থেকে তার কাছে একটি বার্তা আসে রাধিকাপুর সীমান্ত দিয়ে সড়ক পথে বাণিজ্যিক যোগাযোগের স্বার্থে ভারত-বাংলাদেশের মধ্যে একটি বৈঠক করা যেতে।পারে কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন তিনি বিধায়ক নির্বাচিত হবার পর বাংলাদেশের জাহাজ মন্ত্রী তাকে শুভেচ্ছা বার্তা পাঠান।সেই সময় তাদের মধ্যে রাধিকাপুর সীমান্ত দিয়ে সড়ক পথে বাংলাদেশের সাথে ভারতের মধ্যে বানিজ্য চালু করা নিয়ে বেশ কিছুক্ষন কথা বার্তা হয় বলে বিধায়ক সৌমেন রায় জানান।সৌমেন বাবু বলেন বাংলাদেশ সরকারের জাহাজ মন্ত্রীর খুব ইচ্ছা রাধিকাপুর সীমান্ত দিয়ে এই সড়ক পথে বাণিজ্য শুরু করা নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা শুরু হোক।তবেই আলোচনা যে শুরু হতে যাচ্ছে যা নিশ্চিত করেই বলা যায় কভিডের প্রকোপ কমার পরেই।বিধায়ক সৌমেন রায় বলেন রায়গঞ্জের সাংসদ তথা কালিয়াগঞ্জের ভূমি পুত্র তথা প্রয়াত কেন্দ্রীয় মন্ত্রী প্রিয় রঞ্জন দাসমুন্সী অনেক আগেই রাধিকাপুর সীমান্ত দিয়ে সড়ক পথে দুই দেশের মধ্যে বহিবাণিজ্য শুরু হোক।যখন তিনি এই উদ্যোগ নিয়েছিলেন তখন রাধিকাপুরের টাংন নদীর উপর ছিলনা সেতু না ছিল কালিয়াগঞ্জ থেকে রাধিকাপুর যাবার বর্তমানের মত প্রশস্ত সড়ক।সৌমেন বাবু বলেন কেন্দ্রীয় মন্ত্রী দেবশ্রী চৌধুরী, তিনি কালিয়াগঞ্জের বিধায়ক হিসাবে এবং রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী মিলে তারা দিল্লিতে গিয়ে স্বরাষ্ট্র দপ্তরকে এই প্রস্তাব খুব শীঘ্রই দেবেন বলে জানান।কালিয়াগঞ্জের বিধায়ক সৌমেন রায় বলেন আমরা রাধিকাপুর সীমান্তে গিয়ে দেখে এসেছি বাংলাদেশ সরকার কাঁটাতারের ওপার পর্যন্ত তাদের প্রশস্ত সড়কের কাজ সম্পুর্ন করেছে।আমরা চাই অযথা বিলম্ব না করে কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর সীমান্ত দিয়ে সড়ক পথে বহিবাণিজ্যের প্রাথমিক কাজ কর্ম শুরু করে দেওয়া হোক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *