January 11, 2025

বিজেপি কর্তৃক রায়গঞ্জ মিশন মোড়ে অন্নদানোম কর্মসূচি-

1 min read

বিজেপি কর্তৃক রায়গঞ্জ মিশন মোড়ে অন্নদানোম কর্মসূচি-

তপন চক্রবর্তী,কালিয়াগঞ্জ,৬ জুন: রবিবার উত্তর দিনাজপুর।জেলার রায়গনজমিশন মোড়ে বিজেপির উদ্দ্যোগে অন্নদানম কর্মসূচি পালন করা হয়।উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি বিশ্বজিৎ লাহিড়ী । 

এই মহতী অন্যদানম কর্মসূচি চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়িক রাজীব সরকার মহাশয়!এই লক ডাউন পরিস্থিতিতে নিজ প্রচেষ্টায় এই রকম সেবা মূলক কার্যক্রমকে অভিনন্দন জানায় জেলাবাসী!

আজ রায়গঞ্জ মিশন মোড়ে অন্নদানোম কর্মসূচিতে উপস্থিত ছিলেন ভারতীয় জনতা পার্টির প্রাক্তন জেলা সভাপতি মাননীয় বিশ্বজিৎ লাহিড়ী মহাশয়!এই মহতী অন্যদানম কর্মসূচি চালাচ্ছেন বিশিষ্ট ব্যবসায়িক রাজীব সরকার মহাশয়!এই লক ডাউন পরিস্থিতিতে নিজ প্রচেষ্টায় এই রকম সেবা মূলক কার্যক্রমকে অভিনন্দন জানায় জেলাবাসী।প্রচুর দুস্থ্য মানুষেরা এই কর্মসূচিতে অংশগ্রহণ করে পেট পুরে খাবার পেয়ে ব্যপক খুশি হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *