তৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে কুনোর অনাথ আশ্রমের ২৬ জন শিশুর হাতে প্রটিনযুক্ত খাদ্য সামগ্রী প্রদান
1 min readতৃনমুল কংগ্রেসের পক্ষ থেকে কুনোর অনাথ আশ্রমের ২৬ জন শিশুর হাতে প্রটিনযুক্ত খাদ্য সামগ্রী প্রদান
তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫জুন: শনিবার উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের মোস্তাফানগর অঞ্চলের ।।কুনোর অনাথ আশ্রমের ২৬ জন শিশুদের প্রোটিনযুক্ত খাবার তুলে দিলেন কালিয়াগঞ্জ তৃণমূল।কংগ্রেসের পক্ষ থেকে।এই।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জের প্রাক্তন বিধায়ক তপন দেব সিংহ,তৃণমূল নেতা অসীম ঘোষ,তৃণমূল যুব নেতা রাজু ঘোষ,তৃণমূল নেতা হিরন্ময় সরকার(বাপ্পা)প্রধান মোস্তাক আলম সহ।অনেকেই।
কুনোর অনাথ শিশু আশ্রমের সুপার তপন মাইতি বলেন তিনি তৃণমূলের এই সমাজসেবা ক্ষ্য কর্মের জন্য তিনি সবাইকে।অভিনন্দন জানান।