January 11, 2025

গাছ লাগিয়ে প্রাকৃতিক অক্সিজেন তৈরীর দিকে মানুষদের এগিয়ে আসতে হবে-দেবশ্রী-

1 min read

গাছ লাগিয়ে প্রাকৃতিক অক্সিজেন তৈরীর দিকে মানুষদের এগিয়ে আসতে হবে-দেবশ্রী

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,৫জুন প্রাকৃতিক অক্সিজেনের একমাত্র উৎস গাছ।তাই প্রাকৃতিক অক্সিজেন বেশি বেশি করে সৃষ্টি করতে গাছ লাগানোর উপর মানুষদের জোর দিতে হবে।শনিবার বিশ্ব বৃক্ষরোপন দিবস উপলক্ষে উত্তর দিনাজপুর জেলার।কালিয়াগঞ্জ শহরের সুকান্তমোড়ে রায়গঞ্জের।সাংসদ তথা কেন্দ্রীয় নারী ও শিশু কল্যান দপ্তরের রাষ্ট্র।মন্ত্রী বেশ কিছু বৃক্ষ রোপন করেন ও সাধারণ মানুষদের হাতে চারা গাছ তুলে দেন বাড়িতে গিয়ে লাগানোর জন্য।দেবশ্রী চৌধুরী বলেন।আমরা যত বৃক্ষ রোপন করবো পৃথিবীর উষ্ণায়নে তত কমে যাবে বলে তিনি মনে করেন।

মানুষ অক্সিজেনের অভাবে হাহাকার করছে। ঠিক সেই সময় সকলের মনে রাখা দরকার এই প্রাকৃতিক অক্সিজেনের একমাত্র উৎস গাছ । এই বৃক্ষরোপণ যত বেশি সম্ভব হবে পৃথিবীর উষ্ণায়ন তত কম হবে। পৃথিবীর যত রোগ মুক্ত হবে। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জে বিজেপির উদ্যোগে আয়োজিত একটি বৃক্ষ রোপন কর্মসূচিতে যোগ দিতে এসে এ কথা বলেন কেন্দ্রীয় নারী ও শিশু কল্যাণ দপ্তরের মন্ত্রী দেবশ্রী চৌধুরী।

তিনি বলেন আজকে মানুষকে অক্সিজেনের সিলিন্ডারের জন্য হাহাকার করতে হচ্ছে। যত আগামী প্রজন্ম এগোবে বিজ্ঞান উন্নত হবে, উন্নয়ন হবে দিকে দিকে ততোই পরিবেশ ধ্বংস হবে। এই পরিবেশ ধ্বংসের কারণে মানুষের মধ্যে অভাব আসবে যার ফলে মানুষকে বারবার বিপদের মুখে পড়তে হবে।

কেন্দ্রীয় মন্ত্রী বলেন সেই কারণে তার বার্তা গাছ লাগান প্রাণ বাঁচান। গাছ লাগান এবং অক্সিজেন জোগান মজবুত করুন এই বার্তা নিয়ে বিজেপির পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি র উদ্যোগ নেওয়া হয়েছে। একদিকে যেমন বৃক্ষরোপণ করা হচ্ছে তেমনি ভাবে আজকে বহু মানুষ কে চারা গাছ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *