January 11, 2025

৩০০ জন দুস্থ গরিব মানুষদের চাল ডাল আলু পেঁয়াজ সরিষা তেল ডিম সোয়াবিন তুলে দেন মন্ত্রী মানস ভূঞ্যা

1 min read

৩০০ জন দুস্থ গরিব মানুষদের চাল ডাল আলু পেঁয়াজ সরিষা তেল ডিম সোয়াবিন তুলে দেন মন্ত্রী মানস ভূঞ্যা

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট  বৃহস্পতিবার সবং ১ নম্বর দেভোগ অঞ্চলে তেমাথানি তে বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তারা উদ্যোগে, এই দুঃসময়ে একদিকে করোনা অন্যদিকে জশ ঝড়ে যারা ক্ষতিগ্রস্ত তাদের পাশে রাজ্য সরকারের সম্মানীয় ক্যাবিনেট মন্ত্রী ডাক্তার মানস ভুঁইয়া।এদিন এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন, এসডিপিও ডেবরা দীপাঞ্জন ভট্টাচার্য, প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঁইয়া,

সি আই ডেবরা কৃষ্ণেন্দু হোতা, বিডিও তুহিন শুভ্র মহান্তি, ও সি গৌতম মাইতি। পঞ্চায়েত সমিতি কর্মকর্তারা এবং ক্লাবের সদস্যরা।বিবেকানন্দ ক্লাবের উদ্যোগে এলাকার প্রায় ৩০০ জন দুস্থ গরিব মানুষদের চাল, ডাল, আলু, পেঁয়াজ, সরিষা তেল, ডিম ও সোয়াবিন তুলে দেওয়া হয়।বিবেকানন্দ ক্লাবের কর্মকর্তা এবং পঞ্চায়েত সমিতির সদস্য শঙ্কর ঘোড়াই এর হাতে দশ হাজার টাকা তুলে দেন সবং এর প্রাক্তন বিধায়ক শ্রীমতি গীতা ভূঞ্যা। এবং তিনি আশ্বাস দেন যদি আরও প্রয়োজন হয় সবরকম সাহায্য করবো।ক্লাবের পক্ষ থেকে প্রাক্তন বিধায়ক গীতা ভূঁইয়া এবং উপস্থিত বিশেষ অতিথিদের সঙ্গে মন্ত্রী মহাশয় কে ধন্যবাদ কৃতজ্ঞতা জানান ক্লাবের সদস্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *