ইয়াস ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের মধ্যেই চন্দ্রকোনায় ভ্যাকসিনেশন সেন্টারে গন্ডগোল,ঘটনাস্থলে পুলিশ
1 min readইয়াস ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের মধ্যেই চন্দ্রকোনায় ভ্যাকসিনেশন সেন্টারে গন্ডগোল,ঘটনাস্থলে পুলিশ
পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। ইয়াস ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের মধ্যেই চন্দ্রকোনায় ভ্যাকসিনেশন সেন্টারে গন্ডগোল,ঘটনাস্থলে পুলিশ ইয়াস ঘূর্ণিঝড়ের বিপর্যয়ের মধ্যেই চন্দ্রকোনায় ভ্যাকসিনেশন সেন্টারে গন্ডগোল, ঘটনাস্থলে পুলিশপৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।বৃহস্পতিবার এমনই ঘটনা ঘটে পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনা ২ ব্লকের চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতালে।
এদিন বিপর্যয়ের মধ্যেও হাসপাতালের টিকাকরণ কেন্দ্রে পৌঁছে যায় স্থানীয় বেশকিছু মানুষ টিকা নেওয়ার জন্য। যদিও বর্তমানের হাসপাতালে সাধারণদের জন্য বন্ধ রয়েছে টিকাকরণ প্রক্রিয়া।দ্বিতীয় ডোজের ৮৪ দিন ব্যবধানের প্রাপক এবং হকার ও ট্রান্সপোর্ট ওয়ার্কারদেরই শুধুমাত্র টিকাকরণ দেওয়ার কাজ চলছে চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল টিকাকরণ কেন্দ্রে।কিন্তু এদিন স্থানীয় বেশকিছু মানুষ দাবি
জানায় সাধারণ মানুষদেরও টিকা দিতে হবে, যেহেতু তারা এই বিপর্যয়ে টিকা কেন্দ্রে পৌঁছেছে তাই তাদেরও টিকা দেওয়ার দাবি জানানো হয় এমনটাই দাবি হাসপাতাল কর্তৃপক্ষের।এনিয়েই গন্ডগোল বেঁধে যায় চন্দ্রকোনা হাসপাতাল টিকাকরণ কেন্দ্রে।
কেন্দ্রের গেটের সামনে বিক্ষোভ শুরু করে দেয় আগত মানুষজন।হাসপাতালের তরফে খবর দেওয়া হয় চন্দ্রকোনা থানার পুলিশে, পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের সাথে কথা বলে টিকাকরণ নিয়ে সরকারি গাইড লাইন পড়ে শোনানো হয় বিক্ষোভকারীদের।পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে বলে জানাযায়।