রক্তদান জীবন দান! তাই করোনা মহামারীর কালে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো উৎকল ভলেন্টিয়ার্স নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন
1 min readরক্তদান জীবন দান! তাই করোনা মহামারীর কালে গ্রীষ্মকালীন রক্তের চাহিদা মেটাতে এগিয়ে এলো উৎকল ভলেন্টিয়ার্স নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন
শান্তনু পান, বাঁকুড়া:- রাজ্য জুড়ে চলছে মহামারীর মহা প্রকোপ, তাই ব্লাড ব্যাঙ্ক গুলিতে সংকট দেখা দিয়েছে রক্তের। তাই মুমূর্ষু রোগীর পাশে দাঁড়াতেই এগিয়ে এলো উৎকল ভলেন্টিয়ার্স নামে এক স্বেচ্ছাসেবী সংগঠন।এদিন বাঁকুড়ার জেলার ইন্দপুর ব্লক এর পায়রাচালি গ্রামে উৎকল ভলেন্টিয়ার্স ও সৌহার্দ বিজনেসলাইনের যৌথ উদ্যোগে স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল ব্লাড ব্যাঙ্ক এর তত্ত্বাবধানে ও আঞ্চলিক মানুষের সহায়তায় স্বেচ্ছায় রক্তদান শিবির।রক্তদান জীবন দানের সমতুল্য, এই মন্ত্র কে সামনে রেখে রক্তদানে ব্রতে ব্রতী হয়েছেন
এই স্বেচ্ছাসেবী সংগঠন টি।সংগঠনের পক্ষ অপর্ণা পাঠক মহাশয়া জানান, এই রক্তদান এর মাধ্যমে এক অদ্ভুত আত্মীয়তায় বেঁধে ফেলা যাবে সমাজের বিভিন্ন স্তরের মানুষের সাথে। এদিনের রক্তদান শিবিরে পুরুষ ও মহিলা মিলিয়ে ৪৫ জন রক্তদাতা কোভিড প্রটোকল মেনে রক্ত দান করেন।যেহেতু নির্দিষ্ট সংখ্যক রক্তদাতার থেকেই রক্ত সংগ্রহ করে ব্লাড ব্যাংক তাই বেশ কিছু, রক্তদাতা রক্তদান করতে চাইলেও বিশেষ বিশেষ কারণে রক্তদান করতে পারেননি।আঞ্চলিক মানুষের উৎসব মুখর আগ্রহ ও আতিথেয়তা আমাদের মুগ্ধ ও অনুপ্রাণিত করেছে বলে জানান স্বেচ্ছাসেবী সংস্থার সদস্য সমীর পাত্র মহাশয়। এছাড়াও এদিনের রক্তদান কর্মসূচিতে সংস্থার পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতাপ পন্ডা, সন্তু পন্ডা, রানা পন্ডা ও সৌরভ মহান্তী ও আরো অনেকে।সংগঠনের পক্ষ তনুজা পতি জানান আগামীদিনে বিভিন্ন ধরনের উৎসাহ ও সমাজ সেবামূলক কাজ বাঁকুড়া ও পুরুলিয়া জেলার বিভিন্ন ব্লকে ব্লকে অনুষ্ঠিত করবে। আরও এই ধরনের কাজ করতে আমাদের আলোর পথযাত্রী হিসাবে পথ চলতে সহায়তা করবে।