January 11, 2025

কালিয়াগঞ্জ পৌর এলাকায় কোভিড টিকাকরনে দুর্নীতিকে কেন্দ্র করে বিডিওর কাছে বিজেপির ডেপুটেশনে

1 min read

কালিয়াগঞ্জ পৌর এলাকায় কোভিড টিকাকরনে দুর্নীতিকে কেন্দ্র করে বিডিওর কাছে বিজেপির ডেপুটেশনে

তপন চক্রবর্তী, কালিয়াগঞ্জ,২৪মে: সোমবার বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জ পৌর সভায় হকারদের জন্য বরাদ্দ কোভিড টিকা নিয়ে দুর্নীতি ও স্বজনপোষনকে কেন্দ্র করে কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারীকের নিকট একটি ডেপুটেশন দেওয়া হয়।সাত দফা দাবির মধ্যে প্রধান দাবি ছিল কোভিডের ভ্যাকসিন নিয়ে দূরনীতি ও স্বজন পোষন।বিজেপির পক্ষ থেকে কালিয়াগঞ্জের সমষ্টি উন্নয়ন আধিকারিক প্রসূন ধারার কাছে একটি স্মারক লিপি তুলে দেওয়া হয়।ডেপুটেশনে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ শহর মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ,

বিজেপির একমাত্র উত্তর দিনাজপুর জেলা পরিষদ সদস্য কমল সরকার,বিজেপির মন্ডল সভাপতি তারিণী কান্ত রায়,কার্তিক পাহান,তরুণ মন্ডল উত্তর দিনাজপুর জেলা যুব মোর্চার সভাপতি গৌতম বিশ্বাস সহ অনেকেই।বিজেপি দলের পক্ষ থেকে অভিযোগ করা হয় কালিয়াগঞ্জ পৌর সভায় হকারদের ভ্যাকসিন দেবার নাম করে যে স্বজন পোষন চলছে তা অবিলম্বে বন্ধ করতে হবে।বিজেপির মন্ডল সভাপতি ভবানী চরণ সিংহ বলেন হকারদের নাম ভাঙিয়ে তৃণমূল দল বিশিষ্ট ব্যক্তিদের কোভিড ভ্যাকসিন দেবার ব্যবস্থা করায় আসল হকারদের তা দেওয়া হচ্ছেনা।তাই প্ৰকৃত হকারদের ভ্যাকসিনের স্লিপ দিতে হবে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *