January 11, 2025

ইয়স ঘূর্ণি ঝড় মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

1 min read

ইয়স ঘূর্ণি ঝড় মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করেছে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন

পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট। ইয়স ঘূর্ণিঝড় মোকাবিলায় এবং ইয়সের পরিস্থিতি সামাল দিতে সবরকম ভাবে প্রস্তুত পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসন।পশ্চিম মেদিনীপুরের যেসব ব্লকে ঘূর্ণিঝড় ইয়স আছড়ে পড়ার আশঙ্কা করা যাচ্ছে, সেই সব ব্লকে ইতিমধ্যে একাধিক বার সংশ্লিষ্ট সমস্ত দপ্তরের আধিকারিকদের নিয়ে গুরুত্বপূর্ণ বৈঠক করা হয়েছে।বিশেষত খড়গপুর মহাকুমার দাঁতন, মোহনপুর সবংয়ের বেশ কয়েকটি অঞ্চল ঘূর্ণি ঝড়ের দাপটে ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে। সেইসব এলাকায় সতর্কতামূলক প্রচার শুরু করেছে প্রশাসন।প্রতিটি গ্রাম পঞ্চায়েত এলাকায় দুটো বড় স্কুল ভবন প্রস্তুত রাখা হয়েছে রেসকিউ সেন্টার হিসেবে। নদী তীরবর্তী এলাকার মানুষদের নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়েছে ।এছাড়াও ব্লকে এবং গ্রাম পঞ্চায়েতে পর্যাপ্ত পরিমাণে শুকনো খাবার, ত্রিপল, পানীয় জল, ওষুধ মজুত রাখা হয়েছে।

খড়্গপুরে এক সাক্ষাৎকারে ইয়স মোকাবিলায় প্রস্তুতি নিয়ে এমনটাই জানালেন খড়্গপুর মহকুমার মহকুমা শাসক আজমল হোসেন এবং রাজ্যের জলসম্পদ উন্নয়ন মন্ত্রী তথা সবং এর বিধায়ক ডাক্তার মানস রঞ্জন ভুঁইয়া।তবে পশ্চিম মেদিনীপুর জেলার মোহনপুর ব্লকের ও দাঁতন এক নম্বর ব্লকের সুবর্ণরেখা নদী তীরবর্তী এলাকায় সোমবার বেলা তিনটে থেকে বৃষ্টি শুরু হয়েছে।

বৃষ্টির পাশাপাশি ঝড়ো হাওয়া বইতে শুরু করেছে।তৃণমূল কংগ্রেসের পশ্চিম মেদিনীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ পাত্র বলেন মোহন পুর ব্লকে ২৯ টি ত্রাণ শিবির করা হয়েছে।দুর্গত মানুষদেরকে সেখানে রাখার ব্যবস্থা করা হয়েছে।

তাদের খাওয়া-দাওয়ার ও প্রয়োজনীয় ব্যবস্থা করার উদ্যোগ নেোয়া হয়েছে। সেই সঙ্গে মোহনপুর ব্লক প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে সর্বস্তরের মানুষকে ঝড় নিয়ে সতর্ক থাকার আবেদন জানানো হয়েছে।উড়িষ্যা সীমান্তবর্তী মোহনপুর ব্লক জুড়ে সোমবার দুপুর থেকেই ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে বলে অনুমান করেন ওই এলাকার বাসিন্দারা।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *