রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। তাই একদিকে চলছে তার সতর্কতার প্রস্তুতি তখনই ঠিক জেলার অন্য প্রান্তে শুরু হলো বিক্ষিপ্ত বৃষ্টির ও ব্রাজ্জপাত
1 min readরাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। তাই একদিকে চলছে তার সতর্কতার প্রস্তুতি তখনই ঠিক জেলার অন্য প্রান্তে শুরু হলো বিক্ষিপ্ত বৃষ্টির ও ব্রাজ্জপাত
পূর্ব মেদিনীপুরহাওয়া অফিসের সূত্র অনুযায়ী আগামী ২৫-২৬ মে রাজ্যে আছড়ে পড়তে চলেছে ঘূর্ণিঝড় যশ। আম্ফান এর মোকাবিলার জন্যে তৈরি ছিলোনা হলদিয়া। এবছর ঘূর্ণিঝড় যশ অবস্থান করছে পারাদ্বীপ ও সাগর এর মাঝামাঝি।ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে হলদিয়াতে।
তার মোকাবিলায় যেমন তৈরি এনডিআরএফ টীম তার পাশাপাশি হলদিয়ার সতেরো নম্বর ওয়ার্ড এর কাউন্সিলার ও জেলা যুব তৃণমূল কংগ্রেস এর সহ সভাপতি আজগর আলীর নেতৃত্বে প্রায় ১০০ জন কে নিয়ে গঠন করা হলো বিশেষ বিপর্যয় মোকাবিলা দল।অন্য দিকে আজ দুপুর থেকেই পূর্ব জেলা জুড়ে কোথাও ভারী এবং কোথায় অতি ভারী বৃষ্টি হচ্ছে সেই সাথে চলছে ব্যাপাক ঝড় হাওয়া ও বজ্রপাত। কেলাঘাট,তমলুক,মেছেদা, রাধামনি এলাকায় শুরু ঝড়ো হাওয়া ও বৃষ্টি।